• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ইউরোর ফেভারিট দলগুলেরা স্কোয়াড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জুন ২০২১, ১২:৫৫
ronaldo euro champions portugal, Euro 2020 Power Rankings, rtv online
সবশেষ ইউরোতে চ্যাম্পিয়ন হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল

প্রস্তুত ইউরো ২০২০ এর মঞ্চ। করোনার কারণে স্থগিত হওয়া এই টুর্নামেন্টে বছর ঘুরে মাঠে গড়াচ্ছে। ইউরোপ সেরা ২৪ দল নিয়ে শুক্রবার (১১ জুন) থেকে শুরু হচ্ছে সম্মানের এই লড়াই।

টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ইউরোপের ১২টি শহরে বসছে এই আয়োজন। দুই সেমিফাইনাল এবং ফাইনাল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজন করা হবে।

৬ গ্রুপে ভাগ করে মাঠে নামবে দলগুলো। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রুপে চারটি করে দল খেলবে। প্রতিটি গ্রুপের প্রথম দুই দল এবং তিন নম্বর পজিশনে থাকা চারটে দল শেষ ষোলোয় খেলার সুযোগ পাবে।

এবারের ইউরোতে ৮ টি দলের ওপর বাড়তি নজর পুরো বিশ্বর। ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, ইংল্যান্ড, ইতালি, জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডসকে বলা হচ্ছে টুর্নামেন্টের ফেভারিট দল। দেখে নেবো দলগুলোর স্কোয়াড।

নেদারল্যান্ডস

গোলরক্ষক

মার্কো বিজোট, টিম ক্রুল, মার্টেন স্টেকেলেনবার্গ।

রক্ষণ ভাগ

নাথান একে, ডেলে ব্লাইন্ড, মাথিয়াস ডি’লিট, স্টেফান ডে ভ্রিজ , প্যাট্রিক ফন আনহল্ট , জোয়েল ভেল্টমান, ওয়েন উইজনডাল, ডেনজেল ডামফ্রাইস।

মধ্যমাঠ

ফ্রেঙ্কি ডি’ইয়ং, মার্টেন ডি রোন, রায়ান গ্রাভেনবার্চ, ডেভি ক্লাসেন , তেয়ুন কুপমেইনার্স, কুইন্সি প্রোমেস, জুরিয়েন টিম্বার, রাইয়ান গ্রাভেনব্রেচ, জিওর্জিও ওয়াইন্যালডাম।

আক্রমণ ভাগ

স্টিভেন বারগুইস, লুক ডি জং, মেম্ফিস ডিপে, কোডি গাকপো, ডনিয়েল মালেন, ওয়াউট উইঘোর্স্ট।

স্পেন

গোলরক্ষক

ডেভিড ডি গেয়া, উনাই সিমন, রবের্ট স্যানচেজ।

রক্ষণ ভাগ

জোসে গায়া, জর্দি আলবা, পাও ফ্রান্সিস্কো তোরেস, এমেরিক লাপোর্ট, এরিক গার্সিয়া, দিয়েগো ইয়োরেন্তে, সেসার আজপিলিকুয়েতা।

মাঝমাঠ

থিয়াগো আলকান্তারা, সার্জিও বুস্কেতস, কোকে, মার্কোস ইয়োরেন্তে, দানি ওলমো, রদ্রিগো এর্নান্দেস কাসকান্তে, ফাবিয়ান রুইস, পাবলো সারাবিয়া, ফেরান তোরেস, আদামা ত্রাওরে দিয়ারা।

আক্রমণ ভাগ

আলবারো মোরাতা, জেরার্ড মোরেনো, মিকেল ওইয়ারসাবাল, পেদ্রো গঞ্জালেজ লোপেজ।

জার্মানি

গোলরক্ষক

ম্যানুয়েল নয়্যার, বার্নড লেনো, কেভিন ট্র্যাপ।

রক্ষণ ভাগ

এমরে কান, মাথিয়াস গিন্টের, রবিন গোসেন্স, ক্রিস্টিয়ান গুন্টার, মার্সেল হালস্টেনবার্গ, ম্যাটস হুমেলস, লুকাস ক্লোস্টারমান, রবিন কখ, আন্টোনিও রুডিগার, নিকলাস সুলে।

মাঝমাঠ

সের্জ নাব্রি, লেয়ন গোরেৎস্কা, ইলকেয় গুন্দোগান, ইয়োনাস হোফমান, ইয়োজুয়া কিমিশ, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান নয়হাউস, লিরয় সানে।

আক্রমণ ভাগ

কাই হাভের্ৎস, থমাস মুলার, কেভিন ফোলান্ট, টিমো ওয়ের্নার।

ইতালি

গোলরক্ষক

জিয়ানলুইজি দন্নারুম্মা, আলেক্স মেরেত, সালভাতোরে সিরিগু।
রক্ষণভাগ

ফ্রানচেস্কো আচের্বি, জর্জো কিয়েল্লিনি, লেওনার্দো বোনুচ্চি, আলেসসান্দ্রো বাস্তোনি, জোভান্নি দি লোরেনৎসো, এমেরসন পালমিয়েরি, আলেসসান্দ্রো ফ্লোরেনৎসি, লেওনার্দো স্পিনাৎসলা, রাফায়েল তোলোই।

মাঝমাঠ

নিকোলো বারেল্লা, ব্রায়ান ক্রিস্তান্তে, জোর্জে লুইজ ফ্রেলো ফিলিয়ো, মানুয়েল লোকাতেল্লি, লোরেনৎসো পেল্লেগ্রিনি, স্তেফানো সেন্সি, মার্কো ভেররাত্তি, ফেদেরিকো বের্নারদেস্কি, ফেদেরিকো কিয়েজা।

আক্রমণ ভাগ

আন্দ্রেয়া বেলত্তি, ডোমেনিকো বেরার্দি, চিরো ইম্মোবিলে, লোরেনৎসো ইনসিনিয়ে, জাকোমো রাস্পাদোরি।

ইংল্যান্ড

গোলরক্ষক

ডিন হেন্ডারসন, স্যাম জনস্টন, জর্ডান পিকফোর্ড

রক্ষণ ভাগ

বেন চিলওয়েল, কনর কোয়াদি, রেসে জেমস, হ্যারি মাগুয়্যার, টাইরন মিংস, লুক শ, জন স্টোনস, কিরান ট্রিপিয়ার, কাইল ওয়াকার, বেন হোয়াইট।

মাঝমাঠ

জুদ বেলিংহ্যাম, জর্ডান হেন্ডারসন, ম্যাসন মাউন্ট, কেলভিন ফিলিপ্স, ডেকলান রাইস।

আক্রমণ ভাগ

ডোমিনিক কালভার্ট-লুইন, হ্যারি কেন, মার্কাস রাশফোর্ড, রহিম স্টার্লিং, বুকায়ো সাকা, জাডোন সাঞ্চো, ফিল ফোডেন, জ্যাক গ্রেয়ালিশ।

বেলজিয়াম

গোলরক্ষক

থিবো কুর্তোয়া, সিমোন মিগনোলেট, ম্যাটজ সেলস,

রক্ষণ ভাগ

টবি আল্ডেরওয়েরল্ড, ডেডরিক বোয়াটা, থিমোটি কাস্টাগনে, জেসন ডেনায়ার, থমাস মুনিয়ের, জান ভের্তনঘেন,

মধ্যমাঠ

নাসের চাঁদলি, ইয়ানিক কারাস্কো, কেভিন ডি ব্রুইন, লেয়ানডের ডেসডোনকার, এডেন হ্যাজার্ড, থরগ্যান হ্যাজার্ড, থরগ্যান হ্যাজার্ড, হান্স ভাঙ্কেন, অ্যালেক্স উইটসেল।

আক্রমণ ভাগ

মিচি বাতসুয়াই, ক্রিশ্চিয়ান বেন্টেকে, রোমেলু লুকাকু, ড্রেয়েস মের্টেন্স, জেরেমি ডোকু, লিনার্ডো ট্রসেড

পর্তুগাল

গোলরক্ষক

আন্তোনিও লোপেজ, রুই পাত্রিসিও, রুই সিলভা।

রক্ষণ ভাগ

জোয়াও ক্যান্সেলো, রুবেন ডিয়াস, জোসে ফন্তে, রাফায়েল গুয়েরেইরো, নুনো মেন্ডেস, পেপে, নেলসন সেমেদো।

মাঝমাঠ

উইলিয়াম কার্ভালহো, দানিলো, ব্রুনো ফার্নান্দেজ, গনসালো গেজেস, জুয়াও মৌচিনয়ো, রুবেন নেভেস, সার্জিও অলিভিয়েরা, জোয়াও পালহিনহা, পোতে, রেনাতো সানচেজ, বের্নার্দো সিলভা।

আক্রমণ ভাগ

জোয়াও ফেলিক্স, দিয়েগো জোটা, ক্রিশ্চিয়ানো রোনালদো, আন্দ্রে সিলভা, রাফা সিলভা।

ফ্রান্স

গোলরক্ষক

হুগো লরিস, মাইক মাইগনান, স্টিভ মাদাঁদাঁ।

রক্ষণ ভাগ

লুকাস দিনিয়ে, লিও দুবোয়া, লুকাস হার্নান্দেজ, জুল কুন্দে, প্রেসনেল কিম্পেম্বে, ক্লোমা লংলে, বেঞ্জামিন পাভার্দ, রাফায়েল ভারানে, কুর্ত জুমা।

মাঝমাঠ

এনগোলো কান্তে, থমাস লেমার, পল পগবা, আদ্রিও রাবিও, মুসা সিসোকো, কোরিনতিন তোলিসো।

আক্রমণ ভাগ

উইসাম বেন ইয়েদের, করিম বেনজেমা, কিংসলে কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিঁরু, আতোঁয়া গ্রিজমান, কিলিয়ান এমবাপে, মার্কাস থুরাম।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২১ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৬ এপ্রিল)
বৈধ পথে ইউরোপ প্রবেশে সুখবর 
X
Fresh