• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডিপিএল টি-টোয়েন্টি

জয়ের ৮৫ রানের ইনিংস ছাপিয়ে গাজী গ্রুপের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ১৩:২৯
মাহমুদুল হাসান জয়

বৃহস্পতিবার মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে চার-ছক্কার ঝড় তুলেছিলেন মাহমুদুল হাসান জয়। ৭ ছয় আর ৩টি চারে ৫৫ বলে ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে শেষ গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরেছে তার দল ওল্ড ডিওএইচএস।

সকালে টসে জিতে ডিওএইচএসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গাজী গ্রুপ। ব্যাট করতে নেমে দুই ওপেনার আনিসুল ইসলাম (১) ও রাকিন আহমেদ (৮) বিদায় হন দলীয় ১৫ রানেই।

এরপর মাহমুদুল হাসান জয়ের ঝোড়ো ব্যাটিং শুরু করলেও বাকি ব্যাটসম্যানরা যোগ্য সং দিতে পারেনি তাকে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৬ রানে শেষ হয় ইনিংস।

গাজী গ্রুপের পক্ষে ২ উইকেট নেন নাসুম আহমেদ, ১টি করে উইকেট নেন মুহিউদ্দিন তারেক, মুকিদুল ইসলাম, মুমিনুল হক ও মাহমুদউল্লাহ।

জবাবে ব্যাট করতে নেমে গাজী গ্রুপের ব্যাটসম্যানদের দলীয় পারফরম্যান্সে জয় তুলে নেয় ৬ উইকেটের। ওপেনার মেহেদী হাসান ২২ (১০), সৌম্য সরকার ৩৭ (৩৫) করে বিদায় নিলে মুমিনুল হকের ২৭ (৩৪), মাহমুদউল্লাহ ১৯ ও ইয়াসির আলী করেন ২৪ রান।

ওল্ড ডিওএইচএসের হয়ে ২ উইকেট নেন রাকিবুল হাসান। ১টি করে উইকেট নেন হামিদুল ইসলাম ও আল ইসলাম।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh