• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভলিবল নেশনস লিগে আমেরিকাকে ৩-০ সেটে হারাল ইরান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ১৩:০২

আন্তর্জাতিক ভলিবল সংস্থা (এফআইভিবি) আয়োজিত পুরুষদের ভলিবল নেশনস লিগে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে ইরান। টুর্নামেন্টে নিজেদের সপ্তম ম্যাচে আমেরিকাকে উড়িয়ে দিয়েছে ৩-০ সেটে। এ পর্যন্ত সাত ম্যাচ খেলে পঞ্চম জয় তুলে নিয়েছে দেশটি।

এর আগে ৬ ম্যাচে নেদারল্যান্ডকে ৩-০, কানাডাকে ৩-১, ইতালিকে ৩-১, বুলগেরিয়াকে ৩-০ সেটে হারায় ইরান। হেরেছে জাপানের কাছে ০-৩ এবং রাশিয়ার কাছে ৪-১ সেটে।

বুধবার ইতালির রিমিনিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় ইরান। ম্যাচের প্রথম সেটটি ইরান ২৫-১৯ পয়েন্টে জিতে নিলেও দ্বিতীয় ও তৃতীয় সেটে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করে আমেরিকা। তবে জয় পায়নি। দুটি সেটেই ২৫-২৩ পয়েন্টে হেরে যায়।

আমেরিকাকে হারানোয় আসরে ১৫ পয়েন্ট নিয়ে বিশ্ব র‍্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠল ইরান। চতুর্থ স্থানে রয়েছে সমান পয়েন্ট নিয়ে স্লোভেনিয়া। তৃতীয় স্থানে ব্রাজিল আর পোল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। তবে ১৭ পয়েন্ট নিয়ে এক নম্বর দল ফ্রান্স।

আসরে মাত্র তিন জয়ে পয়েন্ট তালিকায় দশম স্থানে আমেরিকা। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ভলিবলের শীর্ষ ১৬টি দল।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
X
Fresh