• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক্রিকেটে সৌদি আরবের অবিশ্বাস্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ এপ্রিল ২০১৭, ২০:২০

ক্রিকেট বিশ্বে মধ্যপ্রাচ্যের দলগুলোর মধ্যে সবচে’ এগিয়ে সংযুক্ত আরব আমিরাত। এর আগে ওমান দল বেশ কিছু টুর্নামেন্ট খেললেও এবার আলোচনায় সৌদি আরব।

আইসিসি’র ওয়ার্ল্ড ক্রিকেট লিগের 'এশিয়া রিজিয়ন ডিভিশনের ওয়ান' এর ওয়ানডে ম্যাচে সৌদি আরব ৩৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চীনকে। শুধু তাই নয় ম্যাচে সেঞ্চুরি ও একটি হ্যাট্রিকও আছে দলের ক্রিকেটারদের।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বড় ব্যবধানে জয়ের রেকর্ড নিউজিল্যান্ডের। ২০০৮ সালে আয়ারল্যান্ডকে ২৯০ রানে হারিয়েছিলো ব্ল্যাক-ক্যাপসরা। তাই আন্তর্জাতিক রেকর্ড হিসেবে না হলেও, সীমিত ওভারের ক্রিকেটে বড় ব্যবধানে জয়ের রেকর্ডই গড়লো সৌদি আরব।

থাইল্যান্ডের জিমখানা ক্লাব মাঠে শনিবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সৌদি আরব। মিডল-অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ আফজালের ১২০, অধিনায়ক শোয়েব আলির ৪১ বলে ৯১ ও শাহবাজ রাশিদের ৫১ রানের সুবাদে ৫০ ওভারে ৪১৮ রানের বিশাল স্কোর গড়ে সৌদি আরব। চীনের ফেং উ ৮৯ রানে নেন ৫ উইকেট।

জবাবে ১২ দশমিক ৪ ওভারে মাত্র ২৮ রানেই গুটিয়ে যায় চীন। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বনিম্ন দলীয় রান ৩৫। ২০০৪ সালে শ্রীলংকার বিপক্ষে যেটি করেছিলো জিম্বাবুয়ে। তাই এখানেও রেকর্ডের মালিক হয়েছে চীন।

চীনের ব্যাটসম্যানদের মধ্যে কেউই দু’অংকে পা রাখতে পারেননি। কেবল তিনজন রানের খাতা খুলতে সক্ষম হয়েছেন। জুয়াং জেলিন ও ঝেং পেং সর্বোচ্চ ৬ রান করে করেন। সৌদি আরবের শাহবাজ রশিদ হ্যাট্টিক করেন। ৪ ওভার বোলিং করে ৫ রানে নেন ৩ উইকেট।

দু’দলের ম্যাচের এই স্কোরকার্ডটি এরইমধ্যে সোশাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গেছে। কারণ অলিম্পিকে সর্বদা সেরা দলের কাতারেই থাকে চীন। সেখানে ক্রিকেট জগতে চীনের এমন দুরবস্থাতে কিছুটা হতবাক সকলেই। অবশ্য ক্রিকেটে একেবারেই অনভিজ্ঞ দল চীন। তাতে কিছুটা সহানুভূতি পেতেই পারে চীন।

সংক্ষিপ্ত স্কোর:

সৌদি আরব: ৪১৮ (৫০ ওভার)

চীন: ২৮ (১২.৪ ওভার)

ফলাফল: সৌদি আরব ৩৯০ রানে জয়ী

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh