• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পর্তুগালের কাছে বিধ্বস্ত ইসরায়েল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ০৯:৩৮
ছবি- টুইটার

ইউরো কাপ শুরুর আগে দলগুলো ব্যস্ত প্রস্তুতি ম্যাচ খেলে। নিজেদের ঝালিয়ে নিতে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল পর্তুগাল-ইসরায়েল। এই ম্যাচে একচেটিয়া খেলেছে পর্তুগাল।

ম্যাচের ৬২ ভাগ বলই নিয়ন্ত্রণে রেখেছিল পর্তুগিজরা। অন্যদিকে গোলের জন্য ইজরায়েলের ৪টি শটের পরিবর্তে ২৪টি শট নেয় রোনালদো-ফের্নেন্দেসরা। সব দিক থেকে এগিয়ে থাকার সাফল্যও দ্রুত পেয়ে যায় পর্তুগাল।

Portugal vs. Israel - Football Match Summary - June 10, 2021 - ESPN

ম্যাচের ৪২ মিনিটের মাথায় ডান দিকে থেকে কানসেলোর পাসে জাল খুঁজে নেন ফের্নেন্দেস। তার ঠিক দুই মিনিট পরেই ব্যবধান ২-০ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল সংখ্যা এখন ১৭৪ ম্যাচে ১০৪। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে রোনালদোকে তুলে নেয়া হয়।

ম্যাচের নির্ধারিত সময় শেষ হবার ঠিক চার মিনিট আগে আবারও ডি-বক্সের ভেতরে থেকে বাঁ পায়ের শটে গোল করেন কানসেলো। নির্দিষ্ট সময় শেষে যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে আবারও বল জালে পাঠান ফের্নেন্দেস।

দুই দলের প্রথম লেগের দেখায় ম্যাচটা ড্র হলেও ফিরতি লেগে ৪-০ গোলে বিধ্বস্ত হতে হলো ইসরায়েলকে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
X
Fresh