• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লঙ্কা সফরে ভারতের কোচ হয়ে যাচ্ছেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২১, ১৪:৩৯
রাহুল দ্রাবিড়

ভারতের মূল দল ইংল্যান্ড সফর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে। এছাড়াও রয়েছে ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যে কারণে ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য আলাদা দল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই দলের হেড কোচ করা হয়েছে সাবেক তারকা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়কে। সঙ্গে যাবেন জাতীয় ক্রিকেট একাডেমির বাকি কোচিং স্টাফরাও। এই একাডেমিতেই ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছেন দ্রাবিড়।

ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে দ্রাবিড়ের হেড কোচ হবার ব্যপারটি।

আগামী ১৩ জুলাই থেকে ২৫ জুলাই এই সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে ভারত।

বিরাটের অনুপস্থিতিতে লঙ্কা সফরে দলের নেতৃত্ব ভার শিখর ধাওয়ানের কাঁধে উঠবে বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো।

এদিকে সফর শুরুর আগে ব্যাঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করার কথা থাকলেও দেশটির করোনা পরিস্থিতির কারণে সেটি হচ্ছে না। এই সময়টায় হোটেলেই এক সপ্তাহ'র কোয়ারেন্টিনে থাকবে দল।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh