• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্যারাগুয়েকে হারিয়ে ব্রাজিলের টানা ষষ্ঠ জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২১, ০৮:৫০

দারুণ ছন্দে ব্রাজিল। বুধবার সকালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এর আগে টানা পাঁচটি ম্যাচে জয় পেয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমাররা হারিয়েছিল বলিভিয়া, পেরু, ভেনেজুয়েলা, উরুগুয়ে, ইকুয়েডরকে।

প্যারাগুয়ের এস্তাদিও ডিফেন্সোরেস দেল সাসো স্টেডিয়ামে সমানে সমান লড়েছে দুই দলই। সব ক্ষেত্রেই অনেকটা পাল্লা দিয়ে আক্রমণ করেছে ব্রাজিল-প্যারাগুয়ে।

তবে ম্যাচের চার মিনিটের মাথায় এগিয়ে যায় ব্রাজিল। মাত্র ৪ মিনিটের মাথায় ডি বক্সে বল পেয়ে সহজেই গোল পেয়ে যান নেইমার। প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি প্যারাগুয়ে।

বিরতির পর মাঠে নামে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় দুই দলই। তবে নির্দিষ্ট সময়ে গোল পায়নি কেউই। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে ৩ মিনিটের মাথায় লুকাস পাকুয়েতার গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমাররা। এই জয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।

তবে ম্যাচে ব্রাজিলের নেয়া ১৩ শটের ৪টি ছিল টার্গেট শট। বিপরীতে প্যারাগুয়ের ১০টি মধ্যে ৩টি ছিল টার্গেট শট। ম্যাচে ব্রাজিল ৪৯ ভাগ বল দখলে নিলেও প্যারাগুয়ে নিয়েছিল ৫১ ভাগ।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্যারাগুয়ের সঙ্গে কোনোমতে হার এড়ালো আর্জেন্টিনা
ব্রাজিল ফুটবল প্রধানের পদ ফিরে পেলেন রদ্রিগেজ
X
Fresh