• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা: স্পেন দলে ডাক পেলেন আরও ৫ ফুটবলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২১, ২০:৫০
sergio busquets SPAin SQUAD, rtv online
ছবি- সংগৃহীত

নড়েচড়ে বসেছে স্পেন জাতীয় ফুটবল দল। অধিনায়ক সার্জিও বুস্কেতস করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দলে ডাক পেয়েছেন আরও পাঁচ ফুটবলার।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর ঠিক আগ মুহূর্তে খবর আসে বার্সেলোনা তারকা মিডফিল্ডার বুস্কেতসের কোভিড রিপোর্ট পজেটিভ এসে। দ্রুত তাকে আইসোলেশনে পাঠিয়ে দেয়া হলেও ধারণা করা হচ্ছে দলে আরও বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

নতুন করে জাতীয় দলে ডাক পেলেন রাউল আলবিওল (ভিয়ারিয়াল) রদ্রিগো মরেনো (লিডস ইউনাইটেড), পাবলো ফোরনালস (ওয়েস্টহ্যাম ইউনাইটেড), কার্লোস সলের (ভ্যালেন্সিয়া) এবং ব্রাইস মেন্ডেজ (সেল্টা ভিগো)।

এর আগে সার্জিও বুস্কেতসকে অধিনায়ক করে ইউরোর দল ঘোষণা করেছিল স্পেন।

আগামী ১৫ জুন থেকে স্পেনের ইউরো যাত্রা শুরু হচ্ছে। ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে খেলবে স্প্যানিশরা। ২০ জুন তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। ২৩ জুন গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তিনবারের চ্যাম্পিয়নরা লড়বে স্লোভাকিয়ার বিপক্ষে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল
এক চুমুতে আড়াই বছরের জেল!
৩-৩ গোলে ড্র ব্রাজিল-স্পেনের ম্যাচ
স্পেনকে হারিয়ে কলম্বিয়ার ইতিহাস
X
Fresh