• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনার সঙ্গে লড়াই শেষে মাঠে ফিরছেন ইমরুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২১, ০৮:৫৯

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এক দিন আগেই মহামারি করোনাভাইরাসের আক্রান্ত হন জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। তাতে আইসোলেশনে থাকার কারণে যোগ দিতে পারেননি দলের সঙ্গে। খেলা হয়নি শুরুর ম্যাচগুলো।

চার ম্যাচ পর করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে মাঠে ফেরার কথা জানিয়েছেন ইমরুল কায়েস। ফেসবুকে তার অফিসিয়াল পেজে লিখেছেন, সুস্থ হওয়া ও মাঠে ফেরার কথা। যদিও কোন ম্যাচ থেকে খেলবেন সেটি নিশ্চিত করেননি।

“আলহামদুলিল্লাহ কোভিড-১৯ পরীক্ষাতে নেগেটিভ। শিগগিরই মাঠে ফিরছি। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।”

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে এবারের ডিপিএল টি-টোয়েন্টি আসরে খেলছেন তিনি। তার দল দুই জয় দুই হার নিয়ে রয়েছে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে।

এখন পর্যন্ত প্রত্যেক দলই চার ম্যাচ করে খেলেছে। পয়েন্ট টেবিলে সবার উপরে আছে ৩ ম্যাচে জয় নিয়ে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, দুইয়ে আছে প্রাইম ব্যাংক ক্রীড়া চক্র। তিনে আবাহনী লিঃ ও চারে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হলেন ইমরুল কায়েস
X
Fresh