• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ফ্রেঞ্চ ওপেন

সরে দাঁড়ালেন রজার ফেদেরার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ২১:২৪
রজার ফেদেরার

একের পর এক দুঃসংবাদ ফ্রেঞ্চ ওপেনের এবারের আসরে। প্রথমে নারী টেনিস তারকা নওমি ওসাকা বিতর্কে জড়িয়ে সিদ্ধান্ত নেন ফ্রেঞ্চ ওপেন থেকে সরে যাবার। এবার আরও বড় দুঃসংবাদ শোনালেন ফরাসি তারকা রজার ফেদেরার।

হাঁটুর চোটের কারনে বলে আসছিলেন আসর থেকে সরে দাঁড়াবেন। শেষ পর্যন্ত সেটাই হলো। ফরাসি ওপেন থেকে নাম সরিয়ে নিয়েছেন ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী।

এ নিয়ে ফ্রেঞ্চ ওপেনের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট রোলাঁ-গারো এক বিবৃতিতে লিখেছে, ‘টুর্নামেন্ট আয়োজকেরা জানতে পেরেছে, টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রজার ফেদেরার।’

Federer reassured of his decision to come to Paris - Roland-Garros - The  2021 Roland-Garros Tournament official site

ফেদেরার দাবি করেন, শনিবার জার্মানির ডমিনিক কোয়েপফারকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-৪), ৭-৫ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেও নিজের খেলায় পুরনো ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। তাই এমন সিদ্ধান্ত।

“চোট নিয়ে এই সময় আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয় আমার পক্ষে। শেষ ম্যাচ জিতলেও আমি আমার পারফরম্যান্সে সন্তুষ্ট নই। তাই ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্রেঞ্চ ওপেনেও অনিশ্চিত নাদাল!
X
Fresh