• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

একটা জায়গায় আইপিএল থেকে পিএসএলকে এগিয়ে রাখলেন প্লেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ১৯:৩০
ফাফ ডু প্লেসি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ফাফ দু প্লেসিস। খেলছেন ভিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও।

সেই ধারাবাহিকতায় লম্বা সময় ধরে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) নিয়মিত খেলছেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়ক।

সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাতকারে প্লেসিকে জিজ্ঞেস করার হয়, আইপিএল নাকি পিএসএলকে এগিয়ে রাখবেন?

প্লেসি যদিও এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন সুকৌশলে। তবে একটা দিকে পিএসএলকে এগিয়ে রেখেছেন তিনি। আর সেটা বোলিং।

“আমি গত কয়েক বছর ধরে পিএসএলে খেলছি। শুরুর তুলনায় এখন এই লিগের মান বেড়েছে অনেক। বিশেষ করে বোলারদের। পাকিস্তানের পেসারদের বলে অনেক গতি, তার তুলনায় আইপিএল কিছুটা পিছিয়ে।”

এই তুলনা করার পেছনেও যুক্তি দিয়েছেন প্লেসি। বলেন, দক্ষিণ আফ্রিকায় গতিময় পেসারদের খেলতে অভ্যস্ততা তাকে মান নির্ধারণ করতে সাহায্য করেছে।

“দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার কারনে গতিময় পেসারদের সামলাতে অভ্যস্ত আমি। পিএসএল খেলে বুঝেছি পাকিস্তানের পেসারদের বোলিং বিশ্ব মানের। পিএসএল খেলতে এসে সেটাই বুঝলাম।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh