• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতকে পেছনে ফেলার সুযোগ আয়ারল্যান্ডের সামনে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ১৮:৩৩
ছবি- সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেদারল্যান্ড সফর করছে আয়ারল্যান্ড। তিন ম্যাচের সিরিজে দুই ম্যাচ শেষে তৃতীয় ম্যাচ দাঁড়িয়েছে অলিখিত ফাইনালে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সিরিজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১ রানের জয় পায় নেদারল্যান্ড। দ্বিতীয় ম্যাচেই ঘরে দাঁড়ায় আইরিশরা। নেদারল্যান্ডকে ৮ উইকেটে হারায় সফরকারীরা।

তিনটি ম্যাচই আইসিসি ওয়ানডে সুপার লিগের। এই ম্যাচগুলোর পয়েন্টের উপর নির্ভর করবে ২০২৩ বিশ্বকাপে খেলার টিকিট পাওয়া না পাওয়া।

তাই কোনো ম্যাচকেই এখন খাটো করে দেখার উপায় নেই। এখন পর্যন্ত আয়ারল্যান্ড ৮টি ম্যাচ খেলেছে সুপার লিগের। যেখানে মাত্র ২টি ম্যাচ জিতে ২০ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে নেদারল্যান্ড দুই ম্যাচের ১টিতে জয় পেয়েছে।

পয়েন্ট টেবিলে আয়ারল্যান্ডের অবস্থান ৯ নম্বরে। ঠিক তার ওপরেই ২৯ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে ভারত। নেদারল্যান্ডকে তৃতীয় ও শেষ ম্যাচে হারালে টপকে যাবে ভারতকেও। যদিও লম্বা সময় ধরে ওয়ানডে ক্রিকেটের বাইরে রয়েছে বিরাট কোহলিরা।

এখন পর্যন্ত ৯ ম্যাচে ৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে এই পয়েন্ট টেবিলে সবার উপরে আছে বাংলাদেশ। সবশেষ শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে এক নম্বরে উঠে যায় টাইগাররা। সমান ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ইংল্যান্ড, তিন নম্বরে পাকিস্তান, চার নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh