• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশকে হালকা করে দেখছে না ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ১৮:২৯
adil khan, india vs bangladesh live, bangladesh vs india,jamal bhuyan sunil chetri, rtv online
কলকাতায় আদিল খানের গোলে বাংলাদেশের বিপক্ষে হার এড়ায় ভারত

১০ জনের দল নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে বেশ ভালোই টেক্কা দিয়েছে ভারত। গেল বৃহস্পতিবার ১৭ মিনিটেই লাল কার্ড দেখে বিদায় নেন রাহুল ভেক। একের পর এক আক্রমণে ভারতীয়দের কোণঠাসা করলেও মাত্র একটি গোল দিতে পেরেছে মধ্যপ্রাচ্যের দেশটি। সোমবার (৭ জুন) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইগর স্টিমাচের শিষ্যরা। শনিবার (৫ জুন) এক ভিডিও বার্তায় দলটির সেন্টার ব্যাক আদিল খান জানিয়েছেন, প্রতিপক্ষকে হালকা কররে নিচ্ছেন না তারা।

এফসি গোয়ার এই ডিফেন্ডার বলেন, ‘কাতারের বিপক্ষে ম্যাচের পর আমরা বেশ আত্মবিশ্বাসী। বাছাইপর্বের প্রথম ম্যাচে যখন খেলেছিলাম, তখন গোল শূন্য ড্র করতে সক্ষম হই। বৃহস্পতিবার ১-০ গোলে হেরেছি। তবে ১০জন নিয়েই আমরা নিজেদের সেরাটা দিয়েছি। বাংলাদেশের বিপক্ষে জয় তুলতে চাই।’

২০১৯ সালের অক্টোবরে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম রাউন্ডের ম্যাচটিতে এগিয়ে যায় লাল-সবুজরা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছিল ভারত। ৮৮ মিনিটে আদিল খানের গোলেই হার এড়াতে সক্ষম হয় স্বাগতিকরা যা এখনও তার কাছে তাজা স্মৃতি।

তার ভাষায়, ‘আমাদের ডিফেন্সে কাতারের বিপক্ষে ভালো খেলেছে। দিনের পর দিন বাংলাদেশ ভালো ফুটবল উপহার দিচ্ছে। সব শেষ দেখায় তাদের বিপক্ষে আমরা লড়াই করেছি। অনেক কিছুতে তাদের উন্নতি হয়েছে। আমি মনে করি আসন্ন ম্যাচটাও বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh