• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ ম্যাচের আগে চীনা রেফারির ওপর ক্ষুব্ধ ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ১৫:১৫
india vs bangladesh live, bangladesh vs india,jamal bhuyan sunil chetri, rtv online
ছবি- টুইটার

বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে কাতারের মুখোমুখি হয়েছিল ভারত। ফুটবলের সর্বোচ্চ আসরের আয়োজকদের বিরুদ্ধে ১-০ তে হেরেছে সুনীল ছেত্রীর দল। তবে ওই ম্যাচের দায়িত্বে থাকা রেফারির ওপর ক্ষোভ প্রকাশ করেছে টিম ইন্ডিয়া।

গেল বৃহস্পতিবার দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটের মধ্যে ডিফেন্ডার রাহুল ভেকে দুটি হলুদ কার্ড তথা লাল কার্ড দেখেন। এখানেই থামেননি চীনের রেফারি নিং মা। হলুদ কার্ড দেখিয়েছেন ভারতের কোচ ইগর স্টিমাচকেও।

রাহুলের বিদায়ে ৭৩ মিনিট দশ জনের ভারত খেলেছে শক্তিশালী কাতারের বিরুদ্ধে। একজন ছাড়া খেলে স্বল্প ব্যবধানে হারায় বেশ বাহবা পেয়েছে খেলোয়াড়রা। তবে দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার দাবি, বাজে রেফারিং নিয়ে দলের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছে।

ভারতীয় খেলোয়াড়দের দাবি, ম্যাচে একাধিক ভুল সিদ্ধান্ত দিয়েছেন নিং মা। নবম মিনিটে কাতারের অধিনায়ক আল হায়দসকে ফাউল করেন রাহুল। ওই সময় কার্ড না দেখিয়ে সতর্ক করতে পারতেন চীনা রেফারি। ফলে দলকে হারের মুখ দেখতে হতো না।

এদিকে সোমবার (৭ জুন) একই মাঠে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয়রা। অন্যদিকে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছে লাল-সবুজরা। পিছিয়ে থেকেও তপু বর্মণের গোলে শেষ পর্যন্ত ১-১ এ ড্র হয়েছে ম্যাচটি।

সবশেষে দেখায় জামাল ভুঁইয়ারা ভারতকেও রুখে দিয়েছিল। ২০১৯ সালে কলকাতার সল্ট লেকে জামালের করা ফ্রি কিকে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। যদিও শেষদিকের গোলে হার এড়াতে সক্ষম হয় ইগর স্টিমাচের শিষ্যরা। তাই ইংলিশ কোচ জেমি’ ডের অধীনে থাকা জামাল-তপুদের বিপক্ষে সতর্ক অবস্থান ভারতীয়দের। অন্যদিকে ১৫ জুন আফগানদের বিপক্ষেও খেলতে হবে তাদের।

বাংলাদেশ ও আফগানিস্তানকে হারাতে পারলেই ২০২৩ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে সুনীল ছেত্রীরা।

ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান বলেন, ‘কাতারের বিপক্ষে দশ জনে আমরা দারুণ লড়াই করেছি ঠিকই। কিন্তু কোনও পয়েন্ট অর্জন না করেই মাঠ ছেড়েছি। এটাই সত্যি। তবে আসন্ন দুই ম্যাচে আমরা জয়ের জন্য মরিয়া হয়ে আছি।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh