• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

কোম্যানই থাকছেন বার্সার কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২১, ০০:০২
Bangladesh vs Afghanistan, Live on Tsports & GTV, RTV ONLINE,  Ronald Koeman, BARCELONA,
ছবি- সংগৃহীত

বার্সেলোনার দায়িত্ব নিয়ে হিমশিম খেতে হয়েছিল রোনাল্দ কোম্যানকে। ধারণা করা হচ্ছিল ছাটাই করা হবে এই ডাচম্যানকে। তবে শেষ পর্যন্ত জানাগেল আগামী মৌসুমে বার্সাতেই থাকছেন তিনি।

বৃহস্পতিবার (৩ জুন) কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০-২১ মৌসুমে লা লিগায় তৃতীয় স্থানে থামতে হয় বার্সাকে। চ্যাম্পিয়নস লিগে সুবিধা করতে পারেনি লিওনেল মেসি নেতৃত্বাধীন দল। দবে জিতেছে কোপা দেল রে।

মৌসুম শেষ হতেই কোচ কোম্যানের সঙ্গে বৈঠকে বসেছিল ক্লাব কর্তৃপক্ষ। মাঝে বেশ কয়েকদিন হাসপাতালে ছিলেন নেদারল্যান্ডস ও বার্সার সাবেক এই ডিফেন্ডার। সুস্থ হলে আবারও বৈঠক বসে দুই পক্ষ। অবশেষে নতুন মৌসুমে তার ওপরই ভরসা রাখার সিদ্ধান্তটি সামনে এলো।

লাপোর্তা বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি দায়িত্ব কোম্যানের ওপরই থাকবে। তার সঙ্গে আলোচনার পর আমরা বেশ সন্তুষ্ট। বৈঠকে আমরা অনেক কথা বলেছি। ফলে নিজেদের ভালো করে জানার আরও সুযোগ হয়েছে।’

গেল বছর নেদারল্যান্ডস জাতীয় দল ছেড়ে বার্সেলোনার কোচ হিসেবে নিয়োগ পান কোম্যান। যোগ দেয়ার পরই দল ঢেলে সাজান তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার্সেলোনার কোচ হওয়া নিয়ে মুখ খুললেন আর্তেতা
X
Fresh