• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতকে সতর্কবার্তা দিয়ে রাখল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২১, ২৩:৩৫
jamal bhuyan india vs bangladesh, rtv online, qatar football,  bangladesh, RTV ONLINE, copa-america-2021-schedule, fixtures matches, Bangladesh vs Afghanistan, Live on Tsports & GTV, RTV ONLINE 
ছবি- বাফুফে

শক্তিশালী আফগানিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন তপু বর্মণ।

শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা আফগানস্তানের বিপক্ষের ম্যাচে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো জেমি ডে’র দল।

কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ মেলে সীমিত সংখ্যক দর্শকের। খেলা দেখতে হাজির প্রবাসী বাংলাদেশিরা। করোনা পরিস্থিতিতে নানা বিধিনিষেধ আর চড়াই উতড়াই পেরিয়ে যারা স্টেডিয়ামে হাজির হতে পেরেছেন তাদের কষ্টের প্রতিদান যেনো দিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

শুরু থেকেই শক্তিশালী আফগানিস্তানের সঙ্গে সামানতালে লড়তে থাকে বাংলাদেশ। ১৬ মিনিটে রিয়াদুল হাসান রাফির শট রুখে দেন আফগান গোলরক্ষক আজিজি।

এরপর আক্রমণের ধার বাড়ায় আফগানিস্তান। বেশ কয়েকটা ভালো সুযোগ তৈরি করলে বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্য অবস্থায়। তবে ৪৮ মিনিটে আমিরুদ্দিনের গোলে এগিয়ে যায় আফগানিস্তান।

পিছিয়ে পড়েও মনোবল হারায়নি বাংলাদেশ। চেপে ধরে প্রতিপক্ষকে। ৮০ মিনিটে সহজ সুযোগ পেয়েও গোল হাতছাড়া করেন মোহম্মদ আব্দুল্লাহ। এর ৪ মিনিট পরেই দারুণ এক গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান তপু বর্মণ।

বাকি সময়ও লড়াকু ফুটবল খেলে বাংলাদেশ। তবে জয় না পেলেও মূল্যবান এক পয়েন্ট নিয়ে ভক্ত সমর্থকদের মন জিতে মাঠ ছাড়ে জেমি ডের শিষ্যরা।

আগামী সোমবার (৭ জুন) ভারতের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়ার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

২০১৯ সালে ভারতের বিপক্ষে তাদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় দেখায় মাঠে নামতে চলেছে দল-দুটি। তার আগে সুনীল ছেত্রী নেতৃত্বাধীন দলটির কাছে সতর্কবার্তা দিয়ে রাখল লাল-সবুজরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাটিং বিপর্যয়ে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ
দ্বিতীয় সেশনেই ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা
সিরিজ স্থগিত করায় অস্ট্রেলিয়াকে কড়া বার্তা আফগানিস্তানের
আবারও আফগানিস্তান সিরিজ স্থগিত অস্ট্রেলিয়ার
X
Fresh