• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লঙ্কান ক্রিকেটারদের মাঠে না নামার হু'মকি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ মে ২০২১, ১৪:০৪
Sri Lanka national players,  refusing to sign new contract, rtv online
ছবি- টুইটার

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ অবস্থান করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রোববার (২৩ মে) মাঠে গড়াবে প্রথম ম্যাচ। তিন ম্যাচের সিরিজের পর জুলাইয়ে ভারতের বিপক্ষে খেলার কথা লঙ্কানদের। যদিও তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। চুক্তির অর্থ না বাড়ালে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে না নামার সিদ্ধান্ত নিয়েছে দলটির ক্রিকেটাররা।

দেশটির প্রথম সারির ২৪ জন ক্রিকেটারকে চুক্তির আওতায় নিয়ে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তাদের। আগামী ৩ জুনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করার সময় বেধে দেয়া হয়েছে।

এরই মধ্যে কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকার করছেন দীনেশ করুণারত্নে, দীনেশ চান্দিমল, অ্যাঞ্জেলো ম্যাথিউজের মতো দলের সিনিয়র সদস্যরা।

তাদের নিয়োগ দেয়া আইনজীবি নিশান প্রেমাথিরত্নে জানিয়েছেন, ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে প্রায় ৪০ শতাংশ টাকা কমিয়ে দেয়া হয়েছে। এখানেই আপত্তি তাদের। সমস্যার সমাধান না হলে, ভারতের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজে সমস্যায় পড়বে ক্রিকেট বোর্ড।

তাদের দাবি, ফেডারেশন অব ইন্টারন্যাশানাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এফআইসিএ) দেয়া রিপোর্টের অনুযায়ী অন্য দেশগুলোর তুলনায় প্রায় ১ তৃতীয়াংশ অর্থ কম দেয়া হচ্ছে তাদের।

নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ৬ জন। সবচেয়ে বেশি অর্থ পাচ্ছেন তারাই। ৮৪ লাখ বাংলাদেশি টাকা পাবেন এ ক্যাটাগরিতে থাকা ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলারা। অন্যদিকে ভারতের ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাচ্ছেন ১ কোটি ১৬ লাখ টাকা। যা চুক্তিতে থাকাদের মধ্যে সবচেয়ে কম।

শ্রীলঙ্কার বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বোর্ডের উপদেষ্টা কমিটির প্রধান অরবিন্দ ডি সিলভা বলেন, ‘সাম্প্রতিক পারফরম্যান্স দেখে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমরা।’

লঙ্কানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা কথা রয়েছে ভারতের। মূল দল ইংল্যান্ডে টেস্ট খেলতে যাওয়ায় বিকল্প দল পাঠানো পরিকল্পনা নিয়ে ভারত।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব
X
Fresh