• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারতের নেতাদেরও মাশরাফীকে অনুসরণ করার আর্জি সেখানকার মানুষের (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ মে ২০২১, ১২:৩৪
মাশরাফী বিন মোত্তর্জা

ঈদ পরবর্তী মাশরাফী বিন মোর্তজা বেড়াতে গেছেন গ্রামের বাড়ী নড়াইলে। এখন আর তাকে শুধু বাংলাদেশ দলের খেলোয়াড় বললে হবে না, তিনি নড়াইল-২ আসনের সাংসদও।

নড়াইল গেলে তাই অবকাশ যাপনের সময় নেই, ছুটতে হয় এ গ্রাম থেকে ও গ্রামে। মানুষের সঙ্গে মিশে গিয়ে শোনার চেষ্টা করেন তাদের সুখ-দুঃখের কথা। চেষ্টা করেন সমাধান করে দেয়ার।

আরও পড়ুন...‘কেল্লা বাবার’ মাজারে মিললো নারী ভক্তের ম'র'দেহ

তেমনই এক গ্রামে বিবাদে জড়িয়ে পড়া দুই পক্ষের মানুষকে ডেকে মিলিয়ে দেয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই ভিডিও শুধু দেশের মানুষই নয়, ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। তাতেই অনুপ্রেরণা খুঁজছেন ওপার বাংলার (কলকাতা) মানুষেরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফির ভিডিওটি শেয়ার করে সেখানকার নেতা-নেত্রিদের শেখার আহ্বান করেছেন সাধারণ মানুষ। কলকাতার দৈনিক আনন্দ বাজারের করা প্রতিবেদনে লেখা হয়েছে, আদর্শ নেতার মতো সবাইকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করলেন বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক।

“কেউ লিখলেন, ‘প্রতিটা কথা মনের কথা। সাধারণ মানুষ এই জিনিসগুলো যত তাড়াতাড়ি বুঝবে ততই ভাল'। কেউ বললেন, এপারের নেতাদেরও এটা শেখা উচিত।’ ”

এমআর/

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী
সংসদের হুইপ হচ্ছেন মাশরাফী
মাশরাফী শুধু মিথ্যে কথা বলেন, দাবি ছোট ভাইয়ের
যে প্রশ্নের উত্তর ৮-১০ বার দিয়েছেন সাকিব
X
Fresh