• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হামজার পর পগবাও ওড়ালেন ফি'লিস্তি'নের পতাকা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২১, ০৮:৫৫

গেল সপ্তাহে এফএ কাপের ফাইনালে চেলসির বিপক্ষে শিরোপা জয়ের পর মাঠে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ জানি ফিলিস্তিনের পতাকা ওড়ান লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী।

সেই রেষ না কাটতেই এবার দেখা গেল ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা পল পগবাকেও। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানাতে ফুলহামের বিপক্ষে খেলা শেষে উড়িয়েছেন ফিলিস্তিনের পতাকা। শুধু পগবাই নন, তাকে সমর্থন জানান সতীর্থ আমাদ দায়ালো।

জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল যেমনটা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন সব সময়, তেমনটা পগবাকেও দেখা যায় ফিলিস্তিনের পক্ষ নিতে।

ম্যানইউর পেইজে একটি ভিডিওতে দেখা যায় ম্যাচ শেষে গ্যালারি থেকে একজন পগবাকে উদ্দেশ্য করে ফিলিস্তিনের পতাকাটি ছুড়েন। সেটি নিয়ে আমাদ দায়ালোকে নিয়ে পতাকাটি ওড়ান পগবা।

এমআর/

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh