• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ প্রচার করবে দুটি চ্যানেল

আরটিভি নিউজ

  ১৮ মে ২০২১, ২২:৫৫
tamim iqbal bangladesh vs sri lanka live score, rtv online
ফাইল ছবি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজটি সম্প্রচার করবে দুটি স্যাটেলাইট চ্যানেল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সরাসারি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস। দিবা রাত্রির এই সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ১ টায়।

মঙ্গলবার (১৮ মে) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্প্রচার সত্ব কিনে নিয়েছে বিজ্ঞাপনী সংস্থা ব্যানটেক।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এজিএম সাব্বির, ‘যে দুটি চ্যানেলে আমরা শ্রীলঙ্কা সিরিজ দেখাব চ্যানেল দুটো হচ্ছে গাজী টিভি ও টি স্পোর্টস। তারাই সিরিজটি সম্প্রচার করবে।’

এর আগে ২০২১-২০২৩ সালের জন্য বিসিবি’র সম্প্রচার স্বত্ব কিনে নেয় ব্যানটেক। এই সময়কালে অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে বিসিবিকে প্রায় ১৬১ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করবে তারা।

এর আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নতুন সম্প্রচার সত্বের সত্বাধীকারির নাম ঘোষণা করেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

তিনি বলেন, ‘আমরা আজকে বোর্ডে এটা সার্কুলার করে বেনট্যাককে ২৮ মাসের জন্য অনুমোদন দিয়েছি। আমরা খুশি যে মূল্য পেয়েছি ও তারা দিয়েছে। আমি বলব এটা অবশ্যই আমাদের জন্য ভালো একটি প্রস্তাব।’

আগামী ২৩, ২৫ ও ২৮ মে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে টাইগাররা। সবগুলো ম্যাচই আয়োজন হবে মিরপুরে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
X
Fresh