• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দলের সঙ্গে অনুশীলন করেছেন সাকিব-মুস্তাফিজ

আরটিভি নিউজ

  ১৮ মে ২০২১, ১৮:০১
shakib mustafizur, bangladesh vs sri lanka, RTV ONLINE
ফাইল ছবি

জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়রা। ইনডোর ও আউটডোরে ঘাম ঝড়াতে দেখা যায় ক্রিকেটারদের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে অংশ নিয়েছিলেন সাকিব ও মুস্তাফিজ। করোনা প্রকোপে টুর্নামেন্ট স্থগিত হলে দেশে ফিরে আসেন দুই জন। ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয় তাদের।

ফোর পয়েন্টস বাই শেরাটনে ছিলেন সাকিব। অন্যদিকে প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে অবস্থান করেন মুস্তাফিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরকারের কাছে আবেদন করে জাতীয় দলের দুই তারকার কোয়ারেন্টিন সময় কমানোর। আগেই জানানো হয়েছিল ইতিবাচক সাড়া মিলেছে।

৬ মে বিশেষ বিমানে ঢাকায় ফেরেন সাকিব-মুস্তাফিজ। নির্দেশনা অনুযায়ী তাদের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ২০ মে। যদিও শ্রীলঙ্কা সিরিজের বিষয়টি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই তাদের ছেড়ে দেয়া হয়। একাধিকবার করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ প্রাপ্তির সুবাদে সোমবারই তারা হোটেল ত্যাগ করেন।

আগামী ২৩, ২৫ ও ২৮ মে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে টাইগাররা। সবগুলো ম্যাচই আয়োজন হবে মিরপুরে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

ওয়াই

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
X
Fresh