• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘এখনও অনেক বাকি’ সাকিবকে কেকেআর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ মে ২০২১, ১২:৪৮
সাকিব আল হাসান

২০০৭ সালের মে ১৮, বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। সেদিন কে জানতো সেই সাকিব হয়ে উঠবেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সেরা খেলোয়াড়!

দিন যত গড়িয়েছে, সাকিব ততোই পরিণত হয়েছেন। নিজেকে প্রমাণ করে পাল্লা দিয়েছেন দুনিয়ার সব সেরা ক্রিকেটারদের সঙ্গে। পেছনে ফেলেন নিভে যাওয়া অনেক তারকাদের।

আজ সাকিবের টেস্ট অভিষেকের ১৫ বছর পূর্ণ হয়েছে। তার এই বিশেষ দিনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে শুভ কামনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে কেকেআর মনে করিয়ে দিয়েছে এখন পর্যন্ত সাকিবের টেস্ট রান ও উইকেটের সংখ্যা। সঙ্গে জুড়ে দিয়েছেন একটা লাইনও ‘৩ হাজার ৯৩০ রান, ২১০ উইকেট। এখনও অনেক বাকি।’

May be an image of playing a sport and text

কেকেআরের পোস্টে স্মরণ করিয়ে দিয়েছে, ‘২০০৭ সালের আজকের এই দিনে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের।’

পনের বছরের দীর্ঘ এই টেস্ট ক্যারিয়ারে সাকিব খেলেছেন মাত্র ৫৭টি টেস্ট। যেখানে ১০৬ ইনিংসে ব্যাট করে ৩৯.৬৯ গড়ে করেছেন ৩ হাজার ৯৩০ রান। রয়েছে ৫টি শতক ও ২৫টি অর্ধশতক। বল হাতে ৩.০১ ইকোনমিতে নিয়েছেন ২১০টি উইকেট। ম্যাচে ২বার ১০ উইকেট নেয়ার সঙ্গে রয়েছে ১৮বার ৫ উইকেট করে নেয়ার কৃতিত্ব।

এমআর/

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh