• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঋদ্ধিমানের কোভিড নেগেটিভ স্বস্তি দিচ্ছে ভারতকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ মে ২০২১, ১২:১৯
ঋদ্ধিমান সাহা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২ জুন হিথ্রোর উদ্দেশে দেশ ছাড়বে বিরাট কোহলিরা। এই সফরের ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিনে রাখা হয়েছে ভারতীয় টেস্ট দলকে।

তবে এই দলে থাকা ঋদ্ধিমান সাহা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন করোনা আক্রান্ত হলে তাকে দিল্লিতে রাখা হয়। তবে সুস্থ হয়ে ঋদ্ধিমান ফিরেছেন কলকাতায়।

কোভিড নেগেটিভ হওয়ায় ঋদ্ধিমানের আর কোনো বাধা রইলো না জাতীয় দলের সঙ্গে যোগ দিতে। যদিও তাকে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না।

তবে দলের সঙ্গে সফর শুরুর আগে এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সময়ে তাকে একবার কোভিড টেস্ট করতে হবে।

কোভিড নেগেটিভ হয়ে সোমবার সন্ধ্যায় ভারতীয় সংবাদ মাধ্যমকে ঋদ্ধিমান বলেছেন, ‘অনেকদিন পর দুই সন্তান ও স্ত্রীর সঙ্গে দেখা হবে। আমাকে নিয়ে ওরা অনেক দুশ্চিন্তায় ছিল, কোভিড নেগেটিভ হওয়ায় এখন স্বস্তি ফিরেছে।’

এমআর/পি

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh