• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সম্প্রচার স্বত্ব বিক্রিতে চড়া দাম পেল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৮ মে ২০২১, ১১:৩৩
বিসিবি

আগামী আড়াই বছরের জন্য বিক্রি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্প্রচার স্বত্ব। এই স্বত্ব চড়া দামে কিনে নিয়েছে বাংলাদেশি মার্কেটিং এজেন্সি ব্যানটেক।

আগামী আড়াই বছরের জন্য অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে বিসিবিকে ব্যানটেক দেবে প্রায় ১৬১ কোটি ৭৩ লাখ টাকা। এর আগে বিসিবির সঙ্গে দীর্ঘ ছয় বছরের চুক্তিতে ছিল গাজী টিভি।

১৭ মে, সোমবার সম্প্রচার স্বত্ব বিক্রিতে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলামের ভিত্তিমূল্য থেকে কিছুটা বেশি ১৯.০৭ মিলিয়ন প্রস্তাব ব্যানটেক। যদিও তারা একচেটিয়া স্বত্ব কিনে নেয় অন্য কেউ নিলামে অংশ না নেয়ায়।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, প্রত্যাশার চেয়ে বেশি পাওয়ায় বিসিবি সন্তুষ্ট। বোর্ডের চাওয়া ১৫০ কোটি টাকার চেয়ে প্রায় ১২ কোটি টাকা বেশিতে চুক্তি হয়েছে।

ব্যানটেক আগামী আড়াই বছর দেশে অনুষ্ঠিত বাংলাদেশের ১০টি সিরিজ সরাসরি দেখাবে। এই সময়ে তারা চাইলে অন্য কোনো টেলিভিশন চ্যানেলের কাছে স্বত্ব বিক্রি করতে পারবে।

যেমনটা হয়েছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়। ব্যানটেক সম্প্রচার স্বত্বও কিনে টি-স্পোর্টস ও গাজী টিভির কাছে বিক্রি করে সম্প্রচার স্বত্ব।

এমআর/

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh