• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

আজ থেকে দলগত অনুশীলনে নামবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ মে ২০২১, ০৮:৪৫
ছবি- বিসিবি

ঈদের ছুটি শেষে এবার মাঠে ফেরার পালা টাইগারদের। আগামী ২৩ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সোমবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।

আজ বিকাল সাড়ে ৪টা থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের ইনডোর ও আউটডোরে অনুশীলন করবে প্রাথমিক দলে থাকা খেলোয়াড়রা।

তবে মাঠে নামার আগে সবার অপেক্ষায় থাকতে হবে দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষার রেজাল্টের জন্য। দ্বিতীয় ধাপের কোভিড টেস্টের জন্য রোববার সবার নমুনা সংগ্রহ করা হয়।

এর আগে গত শনিবার প্রথম ধাপে কোভিড টেস্টের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তাই বলা যায় দ্বিতীয়বার পরীক্ষায়ও তেমন কিছুর আশা করাই যায়।

কোভিড নেগেটিভ সনদ নিয়ে আজ বিকেলে অনুশীলন করে সবাইকে প্রবেশ করানো হবে জৈব সুরক্ষা বলয়ে টিম হোটেলে।

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে অনুশীলন করবে বাংলাদেশ আর বিকেলে অনুশীলন করবে শ্রীলঙ্কা। সফরকারীদের তিন দিনের কোয়ারেন্টিন শেষদিন আজ

আগামী ২০ মে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপিতে। পরের দিন একই ভেন্যুতে শ্রীলঙ্কাও খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।

এমআর/

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh