• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

প্রথম কো'ভিড পরীক্ষায় নে'গেটিভ সবাই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ মে ২০২১, ১৭:৪২
ছবি- বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে রোববার দুই দলের ক্রিকেটারদের করোনা টেস্ট করা হয়। প্রথমবার পরীক্ষায় সবার নেগেটিভ ফলাফল এসেছে সোমবার।

মঙ্গলবার টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ আগে সোমবার টাইগারদের আবারও করেনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পরীক্ষায় কোভিড নেগেটিভদের কাল টিম হোটেলে প্রবেশের অনুমতি দেয়া হবে।

এদিকে সফররত শ্রীলঙ্কা দলের সবার দ্বিতীয়বার কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহ করা হবে মঙ্গলবার।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শ্রীলংকান দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছে, সবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। বাংলাদেশ দলের সবার প্রথমবারে সবার নেগেটিভ এসেছে, আজ দ্বিতীয় পরীক্ষার নমুনাও নেয়া হয়েছে। দ্বিতীয়বার যারা নেগেটিভ হবেন তারাই টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবে।’

এই দুই পরীক্ষা ছাড়াও আগামী ২২ মে প্রথম ওয়নডের আগের দিন দুই দলের তৃতীয় ধাপে করোনা পরীক্ষা হবে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh