• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অবশেষে দেশে ফিরলেন অজি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ১৮:৫৯
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে এসে বড় বিপদে পড়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, ম্যাচ অফিসিয়ালস ও ধারাভাষ্যকাররা।

করোনার প্রকোপে মাঝপথে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় সব দেশের ক্রিকেটাররা দেশে ফিরতে পারলেও অস্ট্রেলিয়া সরকারের নিষেধাজ্ঞার কারণে কঠিন হয়ে পড়ে দেশে ফেরা।

দেশটির সরকার ভারতকে কোভিড 'লাল তালিকা' হিসেবে চিহ্নিত করে। তাই অজিদের আশ্রয় নিতে হয় মালদ্বীপ ও শ্রীলঙ্কাতে। এখানে কোয়ারেন্টিনে থাকার পর তাদের দেশে ফেরার অনুমতি দেয় অস্ট্রেলিয়া সরকার। তাই ১৬ মে দেশের উদ্দেশে রওয়ানা করেছে প্রায় ৪০ জনের একটি বহর।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে মালদ্বীপ যেতে পারেননি চেন্নাইয়ের কোচ মাইক হাসি। এতদিন তাকে চেন্নাইতেই থাকতে হয়। তবে বৃহস্পতিবার সবশেষ করোনা পরীক্ষায় কোভিড নেগেটিভ হবার পর ভারত ছেড়ে কাতারের রাজধানী দোহায় কোয়ারেন্টিনে রয়েছেন।

এদিকে মালদ্বীপ থেকে অস্ট্রেলিয়াতে যাবার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। তবে দেশে ফিরেও সবাইকে কোয়ারেন্টিনে থাকতে হবে দুই সপ্তাহ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh