• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আইপিএল শেষে চাহালকে লড়তে হচ্ছে করোনার বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ১৮:৩১
ছবি- যুজবেন্দ্র চাহাল

করোনার প্রকোপে মাঝপথেই থেমে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। এতে সবাই ফিরে গেছেন যে যার বাড়ী। তবে ভারতের করোনা পরিস্থিতির ভয়াবহ রূপ নেয়ায় বাড়ি ফিরেও শান্তি নেই ক্রিকেটারদের।

কদিন আগেই রাজস্থান রয়্যালসের পেসার চেতন সাকারিয়ার বাবার মৃত্যু হয় কোভিডে। দিল্লির হয়ে খেলা পীযূষ চাওলার বাবাও মারা যান কোভিডেই।

এবার যুজবেন্দ্র চাহালের বাবা-মা'ও লড়ছেন কোভিডের বিরুদ্ধে। বৃহস্পতিবার চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা জানান, তাঁর শ্বশুর-শাশুড়ি করোনা আক্রান্ত। এরজন্য তার শশুরকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে আর মা'কে বাড়িতে রেখেই দেয়া হচ্ছে চিকিৎসা।

"আমার শ্বশুর-শাশুড়ি করোনা আক্রান্ত। দুজনেরই একাধিক উপসর্গ রয়েছে। শশুরকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। শাশুড়ির চিকিৎসা চলছে বাড়িতে। তবে হাসপাতালের অবস্থা শোচনীয়। আপনারা সবাই সুস্থ থাকুন এবং পরিবারের যত্ন নিন।"

কোভিড আক্রান্ত মা-বাবার চিন্তায় বিচলিত চহাল। ইনস্টাগ্রামে মা-বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে চহাল লিখেছেন, ‘প্রিয়জনদের কাছে রাখুন’।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh