Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ৩ আষাঢ় ১৪২৮

কোভিড ভ্যাকসিন নিয়ে অনিহা ছিল আইপিএলের আগে

করোনা মহামারিতে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। যদিও গোটা ভারতে যখন দৈনিক মৃত্যু সাড়ে তিন হাজার, তখনও বন্ধ হয়নি আইপিএল।

যখনই একাধিক দলের বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হন, তখনই সিদ্ধান্ত হয় আসর স্থগিতের। শুরুটা হয় কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় বরুণ চক্রবর্তীর করোনা আক্রান্ত দিয়ে। এরপর ছড়িয়ে যায় তিনটি দলের খেলোয়াড়দের মাঝে।

জৈব সুরক্ষা বলয়েও কীভাবে করোনাভাইরাস ঢুকে যায় এ নিয়ে চলছে বিস্তর গবেষণা। সে গবেষণায় উঠে এসেছে, কোভিড ভ্যাকসিনের প্রতি অনাগ্রহের কথা।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আইপিএল শুরুর আগে খেলোয়াড়দের ভ্যাকসিন নিতে বলা হলেও তারা আগ্রহ দেখায়নি।

এ নিয়ে বোর্ডের একটি সূত্র জানায়, “ক্রিকেটারদের কোভিড ভ্যাকসিন দেয়ার জন্য বলা হলেও নিতেই চায়নি কেউ। ক্রিকেটাররা ভেবেছিল এত কড়াকড়ি জৈব সুরক্ষা বলয়ে কীভাবে প্রবেশ করবে করোনাভাইরাস। এটাই যে ভুল হলো শেষ পর্যন্ত।”

এদিকে ভারতের ইংল্যান্ড সফরের আগে খেলোয়াড়দের কোভিড ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হয়েছে। এরইমধ্যে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সবাই নিয়েছেন ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন।

এমআর/

RTV Drama
RTVPLUS