• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হালান্দকে পেতে মেসিকে ছাড়তে ‘প্রস্তুত’ বার্সা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ১০:৩১
HAALAND MESSI BARCELONA, rtv online
লিওনেল মেসি ও আর্লিং হালান্দ

যেমনেই হোক আর্লিং হালান্দকে নিজেদের করে নিতে মরিয়া হয়ে উঠেছে বার্সেলোনা। বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ তারকাকে পেতে প্রয়োজনে লিওনেল মেসিকে পর্যন্ত বিদায় জানাতে তৈরি রয়েছেন বার্সা প্রেসিডেন্ট হোয়ান লার্পোতা।

নরওয়ে জাতীয় দলের হয়ে খেলা ২০ বছর বয়সী এই তরুণকে ঘিরে কাতালান দলটির ভবিষ্যৎ পরিকল্পনা সাজানোর চেষ্টা চলছে। আগামী মাসেই ৩৪ বছরে পা রাখতে চলেছেন দলটির সবচেয়ে বড় তারকা মেসি। তাই বার্সা কর্তৃপক্ষ বিকল্প কিছু ভাবা শুরু করে দিয়েছে।

আগামী ৩০ জুন আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হচ্ছে। এরই মধ্যে দুই পক্ষের আলোচনাও শুরু হয়ে গেছে।

নু ক্যাম্পের দায়িত্ব নেয়ার পর লাপোর্তা ভাবছেন, আগামী দিনে হালান্দই হতে পারেন দলের প্রধান শক্তি।

বার্সার সূত্র ব্রিটিশ গণমাধ্যম দ্য সানকে এসব তথ্য দিয়ে বলেছে, ‘অতীত হওয়ার পথে মেসি। হালান্দই দলের ভবিষ্যৎ।’

সম্প্রতি ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানায়, আর্থিক সংকটে ভুগছে বার্সা। স্প্যানিশ জায়ান্টদের ঋণের পরিমাণ দিন দিন বেড়েই চলছে।

জার্মান দল ডর্টমুন্ড হালান্দের মূল্য ১৮০ মিলিয়ন ইউরোর নির্ধারণ করে রেখেছে। এমন পরিস্থিতিতে বার্সার ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড় মেসিকেও বিদায় জানাতে প্রস্তুত রয়েছে দলটি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মায়োর্কাকে হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে বার্সেলোনা
X
Fresh