• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আইপিএল হলে কারা হতো চ্যাম্পিয়ন?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২১, ২২:২৫
ছবি- আইপিএল

করোনা মহামারির কাছে পরাস্থ হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২৯ ম্যাচ অনুষ্ঠিত হবার পর আইপিএলের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়ে করোনাভাইরাস। তাতেই আর খেলা চালিয়ে নেয়া সম্ভব হয়নি।

অনির্দিষ্ট সময়ের জন্য আসর বন্ধ করা হলেও থেমে নেই এবারের আসরে কোন দল চ্যাম্পিয়ন হত এই গবেষণা। তবে কারা হত?

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনের মাধ্যমে চলতি আসর ও গত পাঁচ বছরের পারফরম্যান্স ঘেঁটে উত্তর বের করেছে আদিশ জৈন।

এর জন্য ব্যয় হয়েছে অনেক সময়। যেখানে গবেষণা করা হয় এবারের আইপিএলের প্রতিটি বল, উইকেট, রান, ম্যাচ, পিচ রিপোর্টও। এছাড়াও গত পাঁচ বছরে খেলা নিয়মিত ক্রিকেটারদের পারফরম্যান্স, দলের পারফরম্যান্সও।

তাতে বলা হয়েছে, সব গবেষণা করে দেখা গেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুই হত এবারের চ্যাম্পিয়ন

এ নিয়ে আদিশ জৈন বলেছেন, ‘আমি প্রোগ্রামিংয়ের মাধ্যমে স্থগিত হওয়া আইপিএলের চ্যম্পিয়ন দলের নাম বের করেছি। এখানে গত পাঁচ আসরের সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে। যেখানে ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হত বেঙ্গালুরুর’।

এ মৌসুমে বিরাট কোহলির দল যেভাবে খেলেছে তাতে এমনটা হলেও অবিশ্বাস্য মনে হবে না। দারুণ ছন্দে থাকা ব্যাঙ্গালুরু ৭ ম্যাচের মধ্যে ৫টিতেই জিতেছিল।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh