• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

‘যারা শান্তিতে ঈদ উদযাপন করতে পারছে না তাদের জন্য প্রার্থনা’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২১, ১৯:১১
mesut ozil,  #PrayforPalestine, #Palestine #GazzaUnderAttack #FreePalestine, rtv online 
ছবি- মেসুত ওজিলের টুইটার

চীনের উইঘুর, ভারতের কাশ্মীর থেকে মিয়ানমারের আরাকান। বিশ্বের নানা প্রান্তে নির্যাতিত মুসলমানদের কণ্ঠস্বর হয়ে দাঁড়ান মেসুত ওজিল। ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি হামলায় বেশ সরব তিনি। ঈদ উপলক্ষে মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসার ছবি দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তুর্কী ক্লাব ফেনেরবাচের এই তারকা।

কয়েকদিন ধরেই আল-আকসা মসজিদের নাম বেশ আলোচিত। রমজানের শেষ দিকে মসজিদে লাগাতার হামলার ও অভিযান চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। সেখানেই থেমে যায়নি তারা। ফিলিস্তিনের নানা অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাশাপাশি স্থল আক্রমণ চালিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করেছে তারা।

নেক্কারজনক হামলার বিরুদ্ধে তুরস্কের লিগে নামার আগে ফেনেরবাচ দলের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়।

এবার নিজেই সরব হলেন ওজিল। ঈদুল ফিতরে আল-আকসার পাশে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি।

ক্যাপশনে অভিজ্ঞ এই মিডফিল্ডার লিখেছেন, ‘বিশ্বের নানা প্রান্তে থাকা মুসলিমদের জানাই ঈদ মোবারক। মহিমান্বিত মাসে আমাদের সবার রোজা ও দোয়া কবুল হোক। যারা শান্তিতে ঈদ উদযাপন করতে পারছে না তাদের জন্য আমার প্রার্থনা।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh