• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তামিমের ঈদ শুভেচ্ছা বার্তায় গুরুত্ব স্বাস্থ্যসচেতনতা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২১, ১৭:৫৬
তামিম ইকবাল

করোনা মহামারির এই সময়ে সবাই একরকম ঘরবন্দী। স্বাস্থ্য সচেতন মানুষজন ঘরের বাইরে বের হচ্ছে না বললেই চলে। তবে অনেকেই ঈদের আনন্দ ভাগাভাগিতে ছুটে চলছেন প্রিয়জনদের নিয়ে ঘুরতে।

কিন্ত এই সময়ে বর্তমান পরিস্থিতির কথাও রাখতে হবে মাথায়। তাই সকলের উদ্দেশে বার্তা দিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ছবি পোস্ট করেছেন পরিবারের সঙ্গে। তাতে লিখেছেন, “তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন)। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ঈদ মোবারক।”

তবে মহামারির এই সময়ের কথা মনে করিয়ে দিয়ে তামিম লিখেছেন, “যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে নিরাপদে ঈদ করুন।”

কদিন পরেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল। যেখানে গুরু দায়িত্ব পালন করতে হবে দেশ সেরা এই ওপেনারকে।

এরজন্য অনুশীলনে নামতে হবে ঈদের ছুটি কাটিয়ে আগামী ১৬ মে। এর এক দিন পরেই আসবে শ্রীলঙ্কা দল।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
এবার তামিমের স্ত্রী আয়েশার আবেগঘন পোস্ট
X
Fresh