• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশে ভয়ডরহীন খেলতে চান লঙ্কান দলনেতা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ মে ২০২১, ২৩:১৭
Kusal Perera bangladesh vs sri lanka, rtv online
কুশল পেরেরা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। তার আগে রঙিন পোশাকের জন্য নতুন অধিনায়ক হিসেবে কুশল পেরেরার নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

আগামী রোববার (১৬ মে) ঢাকায় নামবে শ্রীলঙ্কা দল। তার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সফরকারী অধিনায়ক। দেশ ছাড়ার আগে টাইগারদের হুমকি দিয়ে রাখলেন তিনি।

কুশল পেরেরা বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। ম্যাচ হাত ছাড়া হতেই পারে তবে ভয় পেলে চলবে না। দলে জায়গা হারানো নিয়ে চিন্তিত করলে কখনওই শতভাগ দেয়া সম্ভব নয়। সতীর্থদের বলবো ভয় না পেয়ে অনুশীলন করতে। যাতে মাঠেও তা প্রয়োগ করা যায়। এটাই আমরা বার্তা।’

ঢাকায় নামার পর হোটেলে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে সফরকারীদের। ২১ মে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে লঙ্কানরা।
২৩, ২৫, ২৮ মে মিরপুরে বসবে ম্যাচগুলো। ২৯ মে ফিরে যাবে লঙ্কানরা।

নতুন দায়িত্ব পেয়েই দেশটির ক্রিকেটের সংস্কৃতি পরিবর্তন করার ঘোষণা দিলেন কুশল পেরেরা।

অভিজ্ঞ এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান বলেন, ‘মাঠে নামার আগে ভয় পেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আমি এখানে এমন একটি ক্রিকেট সংস্কৃতি তৈরি করতে চাই যারা আত্মবিশ্বাস নিয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করবে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব
X
Fresh