• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রফি জিততে বিশ্বসেরা খেলোয়াড় যথেষ্ট নয়: আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ মে ২০২১, ২০:২০
messi scaloni, argentina copa america, rtv online
কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মনে করেন, দলে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি রয়েছেন। তবু ট্রফি জেতানো জন্য তা যথেষ্ট নয়। তার মতে, পুরো দল নিজেদের সেরটা দিতে পারলেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।

২০১৮ বিশ্বকাপে ভরাডুবির পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক খেলোয়াড় স্কালোনি। পরবর্তী দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয় তাকে।

২০১৯ সালের কোপা আমেরিকায় তার অধীনে থাকা আর্জেন্টিনা কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে। শেষ পর্যন্ত তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয় আলবিসেলেস্তেরা।

সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্কালোনি। তিনি বলেন, ‘মেসি ভালো করেই জানেন ফুটবল একজনের খেলা নয়। সতীর্থদের সাহায্য অবশ্যই প্রয়োজন। ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপেরাও দল ছাড়া সুবিধা করতে পারেন না। সেরা খেলোয়াড় আপনার জন্য গোল করতে পারে, ম্যাচও জেতাতে পারে। তবে টুর্নামেন্ট জেতার জন্য প্রয়োজন দলীয় পারফরমেন্স। দলে বিশ্ব সেরা খেলোয়াড় থাকলেও ট্রফি জেতানোর জন্য যথেষ্ট নয়।’

২০২০ কোপা আমেরিকা মহামারীর কারণে স্থগিত হয়ে যায়। চলতি বছরে জুনে বসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট। ২০২২ সালের শেষদিকে আয়োজন হবে বিশ্বকাপ। ৩৩ বছর বয়সী মেসির সামনে রয়েছে দুটি টুর্নামেন্ট। পাশাপাশি জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ট্রফি জয়ের সুযোগ।

স্কালোনি বলেন, ‘যদি মেসি দলের সঙ্গে খেলতে আগ্রহী হন তাহলে... যেদিন তিনি আর্জেন্টিনার জার্সিতে না খেলার সিদ্ধান্ত নেবেন, সেদিন আমরা অনেক কিছু উপলব্ধি করবো। যেমনটা করেছিলাম ডিয়েগো ম্যারাডোনার সময়। আমারা উপলব্ধি করবো মাঠে তাদের অবদান কতটুকু ছিল।’

অধিনায়কের সঙ্গে কোচের সম্পর্ক কেমন? তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়?

এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘প্রয়োজন হলে তখনই আমাদের কথা হয়। আমরা তেমন ঘনিষ্ঠ নই। তবে যখন আমরা কাছাকাছি থাকি তখন আমাদের সম্পর্ক খুবই ভালো। আসলে আমরা একে অপরকে দীর্ঘদিন ধরে চিনি। একসঙ্গে একই দলের জার্সিতে খেলেছি।’

আর্জেন্টিনা দলের পাইপলাইনে যারা আছেন কীভাবে তাদের দলে ডাকা হয়?

‘আমাদের কোচিং স্টাফে অনেকেই কাজ করে। আমরা লিগগুলোর ম্যাচ দেখি। সবার পারফরম্যান্স যাচাই করি। সে অনুযায়ী ব্যবস্থা নেই।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh