• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কুশলের নেতৃত্বে বাংলাদেশ আসছে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ মে ২০২১, ১৫:৫৮
kusal perera srilanka vs bangladesh, rtv online
কুশ পেরারা

বাংলাদেশের সফরের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসসি)। চলতি ম্যাচের শেষ সপ্তাহে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলার কথা রয়েছে দুই দলের।

সফরে লঙ্কান দলের নেতৃত্ব থাকছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন কুশল মেন্ডিসকে।

নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারাত্নে ছাড়াও বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার এই সফরে আসছেন না। তারা হচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ, দীনেশ চান্দিমাল, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমাল।

১৬ মে ঢাকায় অবতরণ করবে সফরকারীদের বহনকারী বিমান। থাকতে হবে তিনদিনের কোয়ারেন্টিনে। ১৯ মে থেকে অনুশীলন করতে পারবে লঙ্কানরা।

২১ মে সভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) একটি অনুশীলন ম্যাচে অংশ নেবে শ্রীলঙ্কা।

২৩, ২৫ ও ২৮ তারিখ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসবে সিরিজের ম্যাচগুলো। যা আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত।

শ্রীলঙ্কার ১৮ সদস্যের স্কোয়াড

কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়, দানুশকা গুনাথিকালাকা, ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকশান সান্দাকান, চামিকা করুনারাত্নে, বিনুরা ফার্নান্দো এবং শেরান ফার্নান্দো।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh