• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

দুর্নীতির অভিযোগ মুক্ত হলেন সাবেক লঙ্কান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ মে ২০২১, ১৩:২৯
আভিষ্কা গুনাবর্দেনে

দুর্নীতির অভিযোগ পাওয়া শ্রীলঙ্কার সাবেক খেলোয়াড় আভিষ্কা গুনাবর্দেনেকে মুক্তি দিয়েছে স্বতন্ত্র টাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা দুটি অভিযোগ থেকে অন্তত দুই বছর পর তার বিরুদ্ধে অভিযোগ তুলে দেয়া হয়েছে। এত তিনি পুনরায় ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পারবেন।

গত ২০১৯ সালের ১০ মে আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী ইউনিট আভিষ্কার বিরুদ্ধে আইসিসির দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। তাই প্রাথমিকভাবে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।

এদিকে আভিষ্কার সঙ্গে চারটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল শ্রীলঙ্কার সাবেক বোলার নুয়ান জয়সার বিরুদ্ধে। তবে গত এপ্রিলে আইসিসির স্বতন্ত্র টাইব্যুনাল জয়সাকে তিনটি অভিযোগের সত্যতা প্রমাণে নিষিদ্ধ করে ছয় বছরের জন্য। যে তিন অভিযোগে শাস্তি দেয়া হয় তার মধ্যে আবার একটির বিপক্ষে আপিলেরও সুযোগ রেখেছে আইসিসি।

শুধু জয়সা নয়, শ্রীলঙ্কার আরেক সাবেক অলরাউন্ডার দিলহারা লোকুহেত্তিগেকে গত এপ্রিলে দুর্নীতির দায়ে নিষিদ্ধ করা হয় আট বছরের জন্য।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh