Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ৩ আষাঢ় ১৪২৮

শ্রীলঙ্কা সফরের ভারতের কোচ রাহুল দ্রাবিড়!

রাহুল দ্রাবিড়

ব্যস্ত সূচির সামনে দাঁড়িয়ে ভারত। এরসঙ্গে যুক্ত হচ্ছে করোনা মহামারির কোয়ারেন্টিনের বড় ইস্যু। প্রায় চার মাসের সফরে আগামী ২ জুন ভারতের জাতীয় দল রওয়ানা করবে ইংল্যান্ডের উদ্দেশে।

সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে। এর মাঝে জুলাইয়ে রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

এই সিরিজে খেলতে পারবে না ইংল্যান্ডে খেলতে যাওয়া দলের সদস্যরা। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহর মতো নিয়মিত ক্রিকেটাররা থাকছেন না বলে জানিয়েছে বোর্ড। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তরুণ ও বাকি থাকা ওয়ানডে দলের সদস্যদের নিয়ে গড়া দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

তবে হেড কোচ রবী শাস্ত্রী তো দলের সঙ্গে থাকবেন ইংল্যান্ড! এর জন্যও বিকল্প পথ বের করছে বিসিসিআই। ‘ক্রিকবাজ’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, সাবেক অধিনায়ক ও বর্তমান যুব দলের কোচ রাহুল দ্রাবিড়কে কোচ করা হবে এই সফরের জন্য। শুধু শাস্ত্রী নন, বোলিং কোচ ভারাত অরুণ, ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও থাকবেন না লঙ্কা সফরে।

ক্রিকবাজ আরও জানিয়েছে, শ্রীলঙ্কা সফরের জন্য দলটির অধিনায়ক করা হতে পারে শিখর ধাওয়ানকে।

এমআর/

RTV Drama
RTVPLUS