• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খুনের দায়ে অলিম্পিকে পদকজয়ী ভারতের কুস্তিগিরকে খুঁজছে পুলিশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মে ২০২১, ১২:০০
অলিম্পিকে পদকজয়ী কুস্তীগির সুশীল কুমার

গত ৪ মে ভারতের উত্তর পশ্চিম দিল্লির মডেল টাউন এলাকায় ছত্রসাল স্টেডিয়ামের বাইরে ২৩ বছরের এক কুস্তিগিরকে (সাগর ধনকড়) পিটিয়ে খুন করেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার।

খুন করার ওই কুস্তিগিরের দুই বন্ধুকেও আহত করেন সুশীল। এরপর থেকেই পলাতক রয়েছেন তিনি। ওইদিনই দিল্লির পুলিশ ভারতীয় তদন্ত সংস্থা এফআইআর এর কাছে তুলে দেন তদন্তের ভার।

প্রাথমিক তদন্তের পর এফআইআর জানায়, এই খুনে সুশীল ও তাঁর বন্ধুদের জড়িত থাকার কথা। সন্দেহের জেরে সুশীলের দুই বন্ধু ভাগতু ও রবীন্দর নামের দুই কুস্তিগিরকে জিজ্ঞাসাবাদও করা হয়।

খুনের পর পুলিশ তৎক্ষণাৎ পাঁচটি গাড়ি বাজেয়াপ্ত করে। তারমধ্যে একটি গাড়ি থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার হয়। এদিন ঘটনাস্থলে সুশীলের উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছে পুলিশ। মূলত এরপর থেকেই নিখোঁজ সুশীল। তবে পুলিশ এখনও পুরোপুরি নিশ্চিত নয় সুশীল খুনের সঙ্গে জড়িত কী না।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্যারিস অলিম্পিকে এমবাপ্পেকে চান ফরাসি প্রেসিডেন্ট
আলোচিত হারমোসোর গোলেই অলিম্পিকে স্পেন
মেসি ও ডি মারিয়ার অলিম্পিক খেলা নিয়ে যা জানালেন মাসচেরানো
ব্রাজিলকে কাঁদিয়ে অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনা
X
Fresh