Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ১৮ জুন ২০২১, ৪ আষাঢ় ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২১, ১৯:১৩

সাকারিয়ার বাবার মৃত্যু ছুঁয়ে গেছে মোস্তাফিজকে

ছবি- ক্রিকইনফো

একসঙ্গে এক মাসের মতো সময় কেটেছে রাজস্থান রয়্যালসের টিম হোটেলে। উইকেটের উদযাপনে কখনও মনেই হয়নি দুজনে ভিন্ন দেশের। ক্রিকেট তাদের এক করে দিয়েছে বন্ধুর মতন।

তাই বেশি খারাপ লাগাটাই স্বাভাবিক মোস্তাফিজের। রাজস্থানের তরুণ পেসার চেতন সাকারিয়ার বাবা আইপিএল চলাকালীন সময়েই আক্রান্ত হয়েছিলেন করোনায়।

কিন্তু খেলার কারণে যেতে পারেননি বাবার কাছে। মাঝপথে আইপিএল স্থগিত হওয়ায় বাড়ি ফিরেই হাসপাতালের বারান্দায় ছুটতে হয়েছে সাকারিয়াকে। বাঁচানোর প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত করোনার কাছে হার মানতে হয়েছে বাবা কাঞ্জিভাইকে।

সাকারিয়ার বাবার মৃত্যু ছুঁয়ে গেছে টাইগার কাটার মাস্টারকে। সতীর্থকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন, ‘সাকারিয়ার বাবার মৃত্যুর খবরে ব্যথিত হয়েছি। তার জন্য গভীর সমবেদনা এবং তার পরিবারের জন্য। শক্ত থেকো ভাই।’

আইপিএল শুরুর ঠিক আগেই বড় ভাইকে হারান সাকারিয়া। আইপিএল শেষে বাবাকে। ২২ বছর বয়সে পরপর দুজন আপন মানুষ হারালেন সাকারিয়া।

এমআর/

RTV Drama
RTVPLUS