Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৫ জুন ২০২১, ১১ আষাঢ় ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২১, ১৩:৫৯
আপডেট : ০৯ মে ২০২১, ১৪:৩৩

করোনায় মুস্তাফিজের সতীর্থের বাবার মৃত্যু 

Chetan Sakariya, mustafizur rahman, Rajasthan Royals, IPL T-20, ICC, rtv
মুস্তাফিজুর রহামের পাশে চেতন সাকারিয়া || ছবি- সংগৃহীত

স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে অংশ নেন মুস্তাফিজুর রহমান। দলের পেসার চেতন সাকারিয়ার বাবা করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার ভারতীয় গণমাধ্যম জানায় গুজরাটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বেশ কয়েকদিন ধরেই ২২ বছর বয়সী এই পেসারের বাবা করোনায় আক্রান্ত। গুজরাটের ভাবনগরের হাসপাতালে তার চিকিৎসা দেয়া হচ্ছিল তাকে।

আইপিএল স্থগিত হলে বাবাকে সময় দিতে চেতন দিনের বেশিরভাগ সময় হাসপাতালেই থাকছিলেন।

কয়েকদিন আগেই জানান, আইপিএল খেলে পাওয়া অর্থ দিয়েই বাবার চিকিৎসার চালাচ্ছেন। যদিও শেষ পর্যন্ত করোনা কেড়ে নিলো তার বাবার প্রাণ।

সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই পেসার। জায়গা করে নিয়েছিলেন রাজস্থান রয়্যালস দলে। ১.২ কোটি রুপিতে তাকে নিজেদের করে নেয় দলটি।

ওয়াই

RTV Drama
RTVPLUS