• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইস্তাম্বুল লকডাউন, ফাইনাল আয়োজন করতে চায় ইংলিশ ক্লাব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২১, ২৩:৩৮
chelsea vs man city final, rtv online, Man City v Chelsea in 2020-21 Champions League final
ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। দুই মৌসুম পর আবারও অল ইংলিশ ফাইনাল দেখতে চলেছে ফুটবল প্রেমীরা।

আগামী ২৯ মে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে শিরোপার লড়াই। তার আগে ভেন্যু নিয়ে রয়েছে প্রশ্ন

এবারের আসরের ফাইনাল বসার কথা তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে। করোনার প্রকোপে দেশটিতে লকডাউন চলছে। আগামী ১৭ মে শেষ হবে লকডাউন। প্রয়োজন অনুযায়ী তা বাড়তেও পারে। তাই পরিসিস্থিতি বিবেচনায় ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ফাইনাল আয়োজনে ইচ্ছা প্রকাশ করেছে। এমটাই জানাচ্ছে দ্য সান।

ম্যানচেস্টার সিটি ও চেলসির সমর্থকদের কথা মাথায় রেখে অ্যাস্টন ভিলা তাদের মাঠ বির্মিংহামের ভিলা পার্কে ফাইনাল আয়োজন করতে আগ্রহী।

যদিও উয়েফা এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, তুরস্কে চলমান লকডাউন নিয়ে শঙ্কিত নয় তারা। ফাইনালে স্বল্প সংখ্যক দর্শকও ফেরানোর ইচ্ছা রয়েছে তাদের।

২০২০ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হওয়ার কথা ছিল ইস্তাম্বুলে। তবে করোনা মহামারী সংক্রান্ত বিধিনিষেধের কারণে শেষ পর্যন্ত পর্তুগালের লিসবনের এস্তাদিও দা লুজে বসে গেল আসরের ফাইনাল। এর আগে ২০০৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল আতাতুর্ক স্টেডিয়ামে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
চেলসিকে কাঁদিয়ে ইংলিশ লিগ কাপে চ্যাম্পিয়ন লিভারপুল
চেলসির স্বপ্ন গুড়িয়ে চ্যাম্পিয়ন লিভারপুল
উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh