Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ১৮ জুন ২০২১, ৪ আষাঢ় ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২১, ২১:৫০

পিএসজির পরিকল্পনায় যোগ হলো মেসির নাম

barcelona messi psg  messi neymar mbappe, RTV online
ছবি- সংগৃহীত

নতুন মৌসুমের জন্য পরিকল্পনা সাজিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) যেখানে যোগ করা হয়েছে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির নাম।

কয়েকদিন আগেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গিয়ে ফিরতে হয় পিএসজির। তার আগের আসরে ফাইনালে উঠেও শিরোপা বঞ্চিত হয় ফ্রেঞ্চ জায়ান্টরা। তাই আগামী মৌসুমে মেসিকে নিজেদের করে নিতে চাইছে দলটি।

২০২০/২১ মৌসুম শুরুর আগে বার্সেলোনা থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত জানান মেসি। কোথায় হবে আর্জেন্টাইন মহাতারকার নতুন গন্তব্য? সেটি নিয়ে ছিল নানা প্রশ্ন। ঠিক তখন সামনে আসে ইউরোপের বেশ কয়েকটি দলের নাম। সেগুলোর মধ্যে অন্যতম ছিল পিএসজি।

আগামী ৩০ জুন বার্সার সঙ্গে শেষ হচ্ছে মেসির চুক্তির মেয়াদ। যেকোনও দলে যোগ দিতে আর বাধা থাকছে না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

২০২১/২২ মৌসুমে নেইমার ও কিলিয়ান এমবাপের সঙ্গে ছয়বারের ব্যালন ডি’ অর জয়ীকে নিয়ে আক্রমণভাগ সাজাতে চান কোচ মাউরিসিও পচেত্তিনো। বিষয়টি নিয়ে বেশ আশাবাদীও তারা।

ফ্রেঞ্চ গণমাধ্যম লেস পার্সিয়ানের বরাতে স্প্যানিশ গণমাধ্যম মার্কায় প্রকাশিত এক সংবাদে এসব তথ্য জানানো হয়েছে।

গুঞ্জন রয়েছে বার্সাতেই থেকে যেতে পারেন লিও মেসি। যদি তাই হয় সেক্ষেত্রে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে দলে ভেড়ানোর ইচ্ছা রয়েছে প্যারিসের ক্লাবটি।

ওয়াই

RTV Drama
RTVPLUS