• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভালো থেকো, সাকিব-মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স

আরটিভি নিউজ

  ০৬ মে ২০২১, ১৯:১৫
SHAKIB AL hasan KOLKATA Knight riders mustafizur rahman rajasthan royals, rtv online
ছবি- টুইটার

ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও মুস্তাফিজের স্ত্রী সাদিয়া পারভীন শিমু।

বৃহস্পতিবার (৬ মে) বিকেলে আহমেদাবাদ থেকে তাদের বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলে যান মুস্তাফিজ ও শিমু। অন্যদিকে সাকিব গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটনে যান। ১৪ দিন কোয়ারেন্টিন করতে হবে তাদের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে ভারতের অবস্থান করছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার। করোনার প্রকোপে টুর্নামেন্টটি স্থগিত হলে চাটার্ড বিমানে ঢাকায় ফিরলেন তারা।

আইপিএলের ১৪তম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অংশ নেন সাকিব। মুস্তাফিজ মাঠ মাতিয়েছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

মহামারীতে বাংলাদেশ-ভারতের ফ্লাইট বন্ধ থাকায়। দুই ফ্র্যাঞ্চাইজির অর্থায়নে সাকিব-মুস্তাফিজ দেশে ফেরেন।

তারা নিরাপদে ঢাকায় ফেরায় স্বস্তি প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স।

সামাজিক যোগযোগ মাধ্যমে তারা লিখেছে, ধন্যবাদ সাকিব আল হাসান। শুনে ভালো লেগেছে আহমেদাবাদ থেকে নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। সঙ্গে আছেন বাংলাদেশ দলের সতীর্থ মুস্তাফিজুর রহমান। সাবধানে থাকো। দেখা হবে। ভালো থেকো।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
মিরপুরে সাকিবের অন্যরকম বিকেল
X
Fresh