• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাবেক সভাপতির মৃত্যুতে বিসিবির শোক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ মে ২০২১, ১০:২০
কে জেড ইসলাম

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড থাকাকালীন সাবেক সভাপতি কামাল জিয়াউল (কে জেড) ইসলাম মারা গেছেন সোমবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

কে জেড ইসলাম ১৯৮১-৮২ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। এরপর ১৯৮৩ থেকে ১‌৯৮৭ পর্যন্ত ছিলেন বোর্ডের সভাপতি। ওই সময়েই ১৯৮৬ সালে এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ ক্রিকেট পা রাখে আন্তর্জাতিক ক্রিকেটে। তার হাত ধরেই বাংলাদেশে শুরু হয় স্কুল ক্রিকেট। এসব অবদানের জন্য ২০০১ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান তিনি।

সাবেক সভাপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ন্যায্যমূল্য হাসান পাপন।

“বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি ছিলেন অগ্রদূত। তার দূরদর্শিতা ও দারুণ সব কাজের জন্য দেশের ক্রিকেট তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। যখন এ দেশের ক্রিকেটে পেশাদার ক্রিকেট ছিল ন, তিনি তখন স্কুল ক্রিকেটের কার্যক্রম শুরু করেন। উৎসাহ দিয়েছেন বয়ঃভিত্তিক ক্রিকেটকে।”

বিসিবি সভাপতি আরও বলেন, “তার মতো দক্ষ একজন মানুষের জন্য দেশের নানা প্রান্ত থেকে অনেক তরুণ ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছে। দেশের প্রতিটি প্রান্তে ক্রিকেট পৌঁছে দিয়েছেন তিনি। বোর্ডের পক্ষ থেকে কে জেড ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।”

কে জেড ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (৪ মে) জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh