• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আইসোলেশনে গোটা দিল্লি ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ মে ২০২১, ২২:৩৩
ছবি-সংগৃহীত

আইপিএলের কঠোর জৈব সুরক্ষা বলয়ে ঢুকে গেছে করোনাভাইরাস। এরইমধ্যে তিনজন খেলোয়াড় আক্রান্ত হয়েছে করোনায়। কোভিড পজিটিভ হয়েছে চেন্নাই সুপার কিংসের তিন সদস্য। এতে ভয় ঢুকে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোতে।

এবার আইসোলেশনে গেছে দিল্লি ক্যাপিটালস। এমন তথ্য জানিয়েছে ভারতের ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজ।

ভারতীয় ক্রিকেট বোর্ড দলটিকে নির্দেশ দিয়েছে, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের যেন আইসোলেশনে রাখা হয়। এর কারণ, গত ২৯ এপ্রিল দিল্লি খেলেছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। সোমবার জানা গেছে কলকাতার ৩ খেলোয়াড়ের কোভিড পজিটিভ হয়েছে। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের সকলকে আহমেদাবাদের হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।

আরও পড়ুন... কলকাতার একাধিক খেলোয়াড় করোনা পজেটিভ, ম্যাচ স্থগিত

কলকাতার বিপক্ষে ম্যাচ খেলার পর পাঞ্জাব কিংসের বিপক্ষে গত ২ মে ম্যাচ খেলেছে দিল্লি। এরপরও কেন আইসোলেশনে যেতে হলো দলটিকে এ নিয়ে দিল্লির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরাই যেহেতু কলকাতা নাইট রাইডার্সের সবশেষ প্রতিপক্ষ ছিলাম, তাই আমাদের আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এখন আমরা যে যার রুমে অবস্থান করছি।’

আইসোলেশনে থাকায় দলটি নিয়মিত অনুশীলনও করতে পারবে না। তবে কতদিন এভাবে থাকতে হবে সেটাও নিশ্চিত করে জানায়নি বিসিসিআই। এদিকে দিল্লির আসছে ম্যাচটাও কলকাতার বিপক্ষে। আগামী ৮ মে অনুষ্ঠিত হবার কথা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ
দিল্লিতে খেলবে চেন্নাই, মোস্তাফিজ থাকবেন কি
পরাগের দুর্দান্ত ফিফটিতে জিতল রাজস্থান
অধিনায়কত্বের মুকুট পরেই মাঠে ফিরছেন পান্ত
X
Fresh