• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় থিসারা পেরেরার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ মে ২০২১, ১৬:৪০
থিসারা পেরেরা

আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। টেস্ট ক্যারিয়ারটা লম্বা না হলেও ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ছিলেন লঙ্কানদের সেরা অল-রাউন্ডারদের একজন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও সোমবার জানিয়ে দেন, ফ্রেঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন আরও কিছু সময়।

বাঁহাতি ব্যাটিং আর ডানহাতি মিডিয়াম পেস বোলিংয় ওয়ানডে আর টি-টোয়েন্টিতে অনেক সাফল্য পেয়েছেন দেশের হয়ে।

পেরেরা টেস্ট খেলেছেন মাত্র ৬টি, ওয়ানডে আর টি-২০ ফরম্যাটে তিনি ছিলেন দলের নিয়মিত মুখ। ১৬৬ ওয়ানডেতে ১৭৫ উইকেটের সঙ্গে রয়েছে ২ হাজার ৩৩৮ রান। ৮৪ টি-টোয়েন্টিতে ৫১ উইকেটের সঙ্গে ১৫১.৬৩ স্ট্রাইকরেটে রয়েছে ১ হাজার ২০৪ রান।

যদিও শেষদিকে কিছুটা সময় ভুগছিলেন অফ-ফর্মে। গত মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজে খেলেলেও জানতে পারেন, বাংলাদেশ সফরের দলে না থাকার কথা।

সেই ভাবনা থেকেই মূলত ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিইয়েছেন ৩২ বছর পেরুনো এই অলরাউন্ডার।
এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh