• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লাঞ্চে যাবার আগে বাংলাদেশি স্পিনাররা তুললেন ৪ উইকেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ মে ২০২১, ১২:৩৬
bangladesh tour of sri lanka 2021, sri lanka vs bangladesh 2nd test, rtv online
ছবি- সংগৃহীত

সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। লাঞ্চ বিরতিতে যাবার আগে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ১৭২ রান। ক্যান্ডিতে ৪১৪ রানের লিড পেয়েছে স্বাগতিকরা ।

রোববার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ উইকেটে ১৭ রান নিয়ে ব্যাট করতে নামেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিমুথ করুণারত্নে।

দলীয় ৩৯ রানে তাইজুলের বলে ফিরে যান ম্যাথুজ। ৩৫ বলে ১২ রান করে বদলি ফিল্ডার ইয়াসির আলীর হাতে ধরা পড়েন তিনি।

এরপর ধনঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করেন করুণারত্নে। তবে প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান করুণারত্নে থামেন ৭৮ বলে ৬৬ রান কনে। দলীয় ১১২ রানে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হোসেনের বলে।

এদিকে ৫২ বলে ৪১ রান করে বিদায় নেন ডি সিলভা। মেহেদী হাসান মিরাজের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।

অন্যদিকে ৩১ বলে ২৪ রান করা পাথুম নিশানকা তাইজুলের বদলে শরিফুল ইসলামের হাত ক্যাচ তুলে দেন।

বিরতিতে যাবার আগে ২২ বলে ২৩ রান করেছেন নিরোশান ডিকভেলা। ক্রিজে রয়েছেন ৬ বলে ২ রান করা রমেশ মেন্ডিস।

নিজেদের প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ে মাত্র ২৫১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তার আগে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে করুণারত্নের দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh