• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই করুণারত্নকে ফেরালেন সাইফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ মে ২০২১, ১১:৪৮
bangladesh tour of sri lanka 2021, sri lanka vs bangladesh 2nd test, rtv online
ছবি- সংগৃহীত

দুর্দান্ত ফর্মে থাকা দিমুথ করুণারত্নেকে বিদায় করেছেন সাইফ হাসান। ফেরার আগে শ্রীলঙ্কান অধিনায়ক তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৬তম অর্ধশতক।

প্রথম ম্যাচে ২৪৪ রানের ইনিংস খেলেছিলেন করুণারত্নে। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে বাম-হাতি এই ওপেনারের ব্যাট থেকে আসে ১১৮ রান। রোববার চতুর্থ দিনের শুরু থেকে দ্রুত রান তুলছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত থামলেন পার্ট টাইম বোলার সাইফের বলে।

রোববার দলীয় ১১২ রানের মাথায় শর্ট লেগে থাকা বদলি ফিল্ডার ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন রত্নে। তার আগে ৭৮ বলে ৬৬ রান তুলেন। একটি ছক্কা ও সাতটি চার আসে তার ব্যাট থেকে।

প্রতিবেদনটি প্রকাশ করা পর্যন্ত ২৯ ওভার পর ১১৫ রানে লঙ্কানদের সংগ্রহ ১১৫ রান। ৪৯ বলে ৩৩ রান নিয়ে ক্রিজে আছেন ধনঞ্জয়া ডি সিলভা। তার সঙ্গে যোগ দিয়েছেন পাথুম নিশাঙ্কা।

সকালে বাংলাদেশের বিপক্ষে ২৫৯ রানের লিড নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা। দিনের শুরুতে অ্যাঞ্জেলা ম্যাথুজকে বিদায় করেন তাইজুল ইসলাম। (১২) ফিরে গেছেন সাজঘরে। ৩৫ বলে ১২ রান করে ইয়াসিরের হাতে ধরা পড়েন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

আগের দিন মুমিনুলদের বিপক্ষে ২৪২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা।

তৃতীয় দিন শেষে ২ উইকেটে ১৭ রান তু লঙ্কানরা। দলীয় ১৪ রানে মিরাজের বলে আউট হন লাহিরু থিরিমানে। আর এক রান যোগ হতেই তাইজুলের বলে আউট হন ওসাদা ফার্নান্দো।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh