• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে ইমরুল কায়েস

আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ২১:৩৫
শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে ইমরুল কায়েস
শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে ইমরুল কায়েস

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে। এ দলে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস। তরুণ ওপেনার ইমরুল সর্বশেষ ২০১৮ সালের ১১ ডিসেম্বর উইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে খেলেছিলেন। প্রায় দুই বছর পরে আবার জাতীয় দলে ফিরলেন এই বাঁহাতি ওপেনার।

শ্রীলঙ্কার বিপক্ষে এই হোম সিরিজে ডাক পাওয়া ক্রিকেটাররা আগামীকাল রোববার থেকে মিরপুরে অনুশীলন শুরু করবেন। শ্রীলঙ্কা সফরে থাকা ক্রিকেটাররা দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম করে অনুশীলনে যোগ দেবেন। পুরো দল এক সঙ্গে অনুশীলন করবে ৭ মে থেকে। ঈদের পর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ শেষে ওয়ানডে সিরিজের মূল দল ঘোষণা করা হবে।

অপরদিকে ১৬ মে লঙ্কান দলের বাংলাদেশ আসার কথা রয়েছে। তিন ম্যাচের সিরিজটি মে মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।
পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh